Ajker Patrika

২৬ দফা দাবিতে চবি শিক্ষক সমিতির আবারও আলটিমেটাম 

চবি প্রতিনিধি
২৬ দফা দাবিতে চবি শিক্ষক সমিতির আবারও আলটিমেটাম 

অডিও কেলেঙ্কারিতে যুক্তদের বিরুদ্ধে মামলা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনসহ ২৬ দাবিতে উপাচার্যকে তৃতীয় দফায় আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। এ ছাড়া আগামী সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে। 

আজ রোববার চবি শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন, শিক্ষকদের অধিকার, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে বর্তমান প্রশাসন তথা উপাচার্য ও সহ-উপাচার্যকে লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়ে আসছে। কিন্তু শিক্ষক সমিতির এসব দাবির প্রতি কোনো তোয়াক্কা না করায় আমরা লিখিত ও মৌখিকভাবে আলটিমেটাম দিয়েছি। 

কিন্তু প্রশাসন আমাদের বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেছে। কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে দৃশ্যমান আন্দোলনে আমাদের নামতে হয়েছে। 

তিনি বলেন, আমরা সিন্ডিকেটের বাকি ক্যাটাগরিগুলোতে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সিন্ডিকেট নির্বাচন দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারছি, সিন্ডিকেট সিদ্ধান্তের যে কার্যবিবরণী করা হচ্ছে সেগুলো বিকৃত করা হচ্ছে। সিন্ডিকেট সিদ্ধান্তের বিকৃত করা অপরাধ, এর জন্য বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এ ছাড়া বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের যে সিদ্ধান্ত সিন্ডিকেট নিয়েছিল, সেটা রাষ্ট্রের মূলনীতি পরিপন্থী। এ বেআইনি সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমাদের ২৬ দফা মেনে দাবি বাস্তবায়ন করতে হবে। 

সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, আমরা চেয়েছিলাম আলাপ-আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করতে। কিন্তু প্রতিটা মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাল বিলম্ব করছে। আমরা কোনো আন্তরিকতা দেখছিলাম না। পরিস্থিতি আমাদের বাধ্য করেছে আন্দোলনে মানতে। 

তিনি বলেন, তিনি (উপাচার্য) আমাকে বলেন, আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জানাবেন। আমি বলেছি, আপনার সঙ্গে বড় বড় মানুষের যোগাযোগ আছে। আপনি বলতে পারেন। এটা একধরনের হুমকি; ভদ্র ভাষায় হুমকি, সেটা উনি দিতে পারেন না। আমরা যদি অনিয়মতান্ত্রিক কোনো পদক্ষেপ নিয়ে থাকি, আমাদের কোনো ত্রুটি–বিচ্যুতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। কারও প্রচ্ছন্ন হুমকিতে আমি মাথানত করি নাই। আমার শক্তি আমার শিক্ষক কমিউনিটি। তারা আমাকে নির্বাচিত করেছেন। 

মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী আরও বলেন, আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। এটা বিশ্ববিদ্যালয়ের ইমেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত। 

এ সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য জানতে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত