Ajker Patrika

চট্টগ্রামে মুরাদের বিরুদ্ধে করা মামলা খারিজ

আদালত প্রতিবেদক চট্টগ্রাম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২০: ২৫
চট্টগ্রামে মুরাদের বিরুদ্ধে করা মামলা খারিজ

চট্টগ্রামে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা নালিশি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকে তোফায়েল হাসান এই আদেশ দেন। 

আর আগে গত রোববার সাবেক এই প্রতিমন্ত্রী ও মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিট সভাপতি এএসএম বদরুল আনোয়ার। 

জানতে চাইলে বাদীর আইনজীবী এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে আদালত খারিজ আদেশ দিয়েছেন। তবে আদেশের পুরো বিবরণ পাইনি। আদেশের কপি পেলে এ ব্যাপারে উচ্চ আদালতে যাব কি না, ভেবে দেখব।’ 

ফেসবুকে প্রচারিত মুরাদ হাসানের আপত্তিকর ভিডিও প্রচার করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের মানহানির অভিযোগে মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়, সম্প্রতি পদত্যাগকারী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিও প্রচার করেন। যার মডারেটর অপর আসামি নাহিদ হেলাল। ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ডা. মুরাদ হাসানের ভেরিফায়েড ফেসবুকে ওই ভিডিওটি দেখে বাদী খুবই মর্মাহত হন। মুরাদের বক্তব্য নারীর প্রতি বিদ্বেষমূলক ও সংবিধান পরিপন্থী। জাইমা রহমান যুক্তরাজ্যের লিংকনস-ইন থেকে বার-অ্যাট-ল করেছেন। তিনি যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত