ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী শাহর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে মুহাম্মদ এমরান, মুহাম্মদ মানিক, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সোহেল, মো. জমির, আবদুল মুনাফ, মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ সেকান্দারের বসতঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, নাজিরহাট পৌর এলাকার আমির আলী শাহর বাড়ির এসব পরিবার অত্যন্ত গরিব। বর্তমানে তাঁরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ পরিবারের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডে ওই সব ঘর পুড়ে যায়। এ সময় আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
স্টেশন কর্মকর্তা আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী শাহর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে মুহাম্মদ এমরান, মুহাম্মদ মানিক, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সোহেল, মো. জমির, আবদুল মুনাফ, মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ সেকান্দারের বসতঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, নাজিরহাট পৌর এলাকার আমির আলী শাহর বাড়ির এসব পরিবার অত্যন্ত গরিব। বর্তমানে তাঁরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ পরিবারের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডে ওই সব ঘর পুড়ে যায়। এ সময় আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
স্টেশন কর্মকর্তা আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
২ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
৯ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৩ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৬ মিনিট আগে