Ajker Patrika

ভাইকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে অটোরিকশাচাপায় শিশু নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
ভাইকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে অটোরিকশাচাপায় শিশু নিহত

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নুর উদ্দিন (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বরমা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। সে একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

নিহত নুর উদ্দিন চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা ৫ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনপাড়া এলাকার রিকশাচালক শাহ আলমের ছেলে।

এলাকাবাসী জানায়, ছোট ভাই সাজুকে প্রতিদিন সাইকেলে করে বরমা রাউলিবাগ মাদ্রাসায় নামিয়ে দিত নুর উদ্দিন। আজ সোমবারও ছোট ভাইকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিল সে। পথে বরমা কলেজের সামনে এক সিএনজিচালিত অটোরিকশা অপর অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নুর উদ্দিনকে ধাক্কা দেয়। তাতে পড়ে গেলে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান বলেন, আজ সকালে উপজেলার বরমা ডিগ্রি কলেজের সামনে নুর উদ্দিন নামের একটি ছেলে সাইকেল চালিয়ে তার ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে ফেরার সময় অটোরিকশাচাপায় আহত হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত