Ajker Patrika

চট্টগ্রামে প্রভাবশালীদের দখল করা ৪০ একর জায়গা উদ্ধারে অভিযান পাউবোর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা ৪০ একরের বেশি সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা ৪০ একরের বেশি সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা ৪০ একরের বেশি সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রোববার সকাল থেকে নগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সোম এবং মঙ্গলবার পর্যন্ত এই অভিযান চলবে।

পাউবো চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদ সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে এ জায়গাটি উচ্ছেদের জন্য আমরা চেষ্টা চালিয়ে আসছি। আমরা চাই, জায়গাটি পাউবোর নিয়ন্ত্রণে থাকুক। আমরা একটা হিসাব করেছি, এখানে পাউবোর ৪০ একরের বেশি জায়গা অবৈধ দখলদারদের হাতে রয়েছে। অবৈধ দখলদার হিসেবে বেশ কিছু লোকজন রয়েছে।’

জানা গেছে, রোববার সকাল ৯টায় চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার উপকূলঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম (সাবেক শেখ রাসেল মিনি স্টেডিয়াম) থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে পাউবো। এ সময় বিভিন্ন পাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, নগরীর উত্তর হালিশহর থেকে কাট্টলী পর্যন্ত দখল হওয়া জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, কাউন্সিলরসহ স্থানীয় প্রভাবশালী নেতারা রয়েছেন। সরকারি জমিতে কাভার্ড ভ্যান ও এক্সকাভেটর ইয়ার্ড, গ্যারেজ, রেস্টুরেন্ট, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ ছাড়া কয়েকটি শিল্প গ্রুপও সেখানে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত