Ajker Patrika

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি: সেই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি: সেই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রীর বিকৃত ভিডিওচিত্র টিকটক থেকে ডাউনলোড করে নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহিউদ্দিন বয়াতী (৩০) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার গ্রেপ্তার হওয়া মহিউদ্দিনের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেল খান বাদী হয়ে  মামলাটি করেন।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ (১) ধারায় মামলাটি রুজু হয়। ওই দিন দুপুর ১টায় অভিযুক্ত মহিউদ্দিনকে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, এর আগের দিন শুক্রবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লইজ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ। মহিউদ্দিন ওই ইউনিয়নের পূর্ব চরমোন্তাজ গ্রামের হালেম বয়াতীর ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল চালক।

মামলার এজাহারে বলা হয়, এডিট করা প্রধানমন্ত্রীর বিকৃত একটি ভিডিওচিত্র টিকটক থেকে ডাউনলোড করে মোবাইলের মাধ্যমে মহিউদ্দিন তাঁর ব্যক্তিগত ফেসবুক স্টোরিতে শেয়ার করে আইনশৃঙ্খলা অবনতি করার অপরাধ করেছেন। 

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত