নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রতারণার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ দুজনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী নাজমে নওরোজ একজন নারী উদ্যোক্তা। তিনি মামলার আরজিতে প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। এতে সাইফুল আলম মাসুদকে দ্বিতীয় ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকে প্রথম আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে চট্টগ্রাম নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটির আগে তিনজন শেয়ার হোল্ডার ছিলেন। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় ওই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। সে সুবাদে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয় ও পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠে।
একপর্যায়ে সাইফুল আলম মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। এরপর সাইফুল আলম ওই নারীকে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ তাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে ওই ব্যাংক থেকে কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিতে সহযোগিতা করেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।
এই সুযোগে আকিজ উদ্দিন ব্যাংকে ঋণের বিপরীতে থাকা ওই নারীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে কয়েক দফায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন আকিজ উদ্দিন।
আইনজীবী শুভঙ্কর ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নাজমে নওরোজ নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে আকিজ উদ্দিন কয়েক দফায় ২৯ কোটি টাকা হাতিয়ে নেন। সাইফুল আলম মাসুদেরও এখানে যোগসাজশে আছে।
টাকা ফেরত চাইলে তাকে অপহরণ করে খুন করারও হুমকি দেওয়া হয়েছে।’ আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী।
চট্টগ্রামে প্রতারণার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ দুজনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালতে বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বাদী নাজমে নওরোজ একজন নারী উদ্যোক্তা। তিনি মামলার আরজিতে প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। এতে সাইফুল আলম মাসুদকে দ্বিতীয় ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকে প্রথম আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে চট্টগ্রাম নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটির আগে তিনজন শেয়ার হোল্ডার ছিলেন। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় ওই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। সে সুবাদে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয় ও পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠে।
একপর্যায়ে সাইফুল আলম মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। এরপর সাইফুল আলম ওই নারীকে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ তাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে ওই ব্যাংক থেকে কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিতে সহযোগিতা করেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।
এই সুযোগে আকিজ উদ্দিন ব্যাংকে ঋণের বিপরীতে থাকা ওই নারীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে কয়েক দফায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন আকিজ উদ্দিন।
আইনজীবী শুভঙ্কর ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নাজমে নওরোজ নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে আকিজ উদ্দিন কয়েক দফায় ২৯ কোটি টাকা হাতিয়ে নেন। সাইফুল আলম মাসুদেরও এখানে যোগসাজশে আছে।
টাকা ফেরত চাইলে তাকে অপহরণ করে খুন করারও হুমকি দেওয়া হয়েছে।’ আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
২৫ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
৪১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে