Ajker Patrika

লোহাগাড়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাহে রমজানের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে এবং পরিবেশ সংরক্ষণ আইনে ১০ জনকে ১০টি মামলায় এক লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। 

নিত্যপণ্যের দোকানে মূল্যতালিকা না থাকার দায়ে ছয়জনকে ১১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুজনকে ৪০ হাজার টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইনে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এক ডাম্পার ট্রাক বালু ও এক জীপ অবৈধ কাঠ জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, মাহে রমজানের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এবং পরিবেশ সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে উক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান পরচালনা করা হচ্ছে বলে জানান তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু বলেন, ‘পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে দোকানে নিত্য প্রয়োজনী জিনিসের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।’ 

অভিযানে বাজারের সকল পণ্য বিক্রেতাসহ দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত