Ajker Patrika

ঘর থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২২, ১৭: ৫৯
ঘর থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল সাতঘাটিয়া পুকুরপার এলাকায় লিটন দাস (৫১) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বরকল সাতঘাটিয়া পুকুর পার পুলিন বাবুর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, লিটন দাশ বাড়ির পেছনের বারান্দার বিমের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছেন। 

সরেজমিনে দেখা যায়, ঘরের পেছনের বারান্দার বিম ও ঘরের ফ্লোরের সঙ্গে উচ্চতা খুব কম। এ নিয়ে স্থানীয় লোকজনকে নানান মন্তব্য করতে শোনা যায়। স্থানীয় লোকজন বলছেন, পুলিশ আসার আগেই তাঁর স্ত্রী ও ভাইয়ের স্ত্রী বিমের সঙ্গে ঝুলে থাকা রশি কেটে লিটনকে বাড়িতে এনে রাখেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে ঘরের ভেতর থেকে শায়িত অবস্থায়। 

জানা যায়, লিটন দাস দীর্ঘ ৩০ বছরের অধিক সময় আবুধাবিতে এসি, ফ্রিজের কাজ করতেন। চার-পাঁচ মাস আগে তিনি দেশে আসেন। 

লিটন দাসের বড় ভাই তপন দাস জানান, সাতঘাটিয়া পুকুরপার এলাকায় ২০টির বেশি দোকান ভাড়া দিয়েছেন লিটন দাস। দুই ভাই মিলে বাড়ির খরচ শেষে বাকি টাকা ভাগ করে নেন।

তপন দাস বলেন, ‘লিটন প্রতিদিন রাতে নেশা করে গভীর রাতে বাড়ি ফিরত। শুক্রবার গভীর রাতে বাড়ি ফিরে তার স্ত্রী লক্ষ্মী দাসকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী একাধিকবার বাড়ির বাইরে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে আজ (শনিবার) ভোরে বাথরুমে যাওয়ার সময় তার স্ত্রী দেখে পেছনের বারান্দার বিমের সাথে লিটন ঝুলে আছে। তখন সে চিৎকার দেয়। পরে আমিসহ পরিবারের সদস্যরা গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে ঘরের ভেতর রাখি। পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। তারা এসে থানা-পুলিশকে খবর দিলে, থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিটনের ভাই তপন দাস একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত