Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি সিইউজের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ জুন ২০২৩, ২০: ৪৪
সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবি সিইউজের

অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম খুনের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। 

আজ বৃহস্পতিবার সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, নাদিমসহ কয়েকজন সাংবাদিক সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলম বাবুর নানা অপকর্মের তথ্য প্রকাশ করেন। এর জেরে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন তিনি। 

গতকাল বুধবার (১৪ জুন) ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এর দুই তিন ঘণ্টা পর রাতে অফিস থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে নাদিমের ওপর হামলা হয়। ৮-১০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাঁকে মোটরসাইকেল থেকে ফেলে টেনেহিঁচড়ে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

সিইউজে নেতারা বলেন, সাংবাদিক নাদিমের এ হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত