Ajker Patrika

চবি সিন্ডিকেটের তথ্য ফাঁস, তদন্ত কমিটি গঠন

চবি প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২১: ১৫
চবি সিন্ডিকেটের তথ্য ফাঁস, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিন্ডিকেট সভার আগে পদোন্নতিসংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদকে প্রধান করে দুই সদস্যের এই কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তবে, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। 

সূত্রে জানা যায়, শুক্রবার নগরীর চারুকলা ইনস্টিটিউটে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সিন্ডিকেটের ৫৪৪ তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অর্ধশতাধিক অ্যাজেন্ডার ওপর আলোচনা–পর্যালোচনা হয়। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিসংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত আগের দিন মধ্যরাতে ফাঁস হয়ে যায়। 

রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সেকশন অফিসার আব্দুল্লাহ আল আসাদ পদোন্নতিপ্রাপ্ত কয়েকজনকে ওই মধ্যরাতে অভিনন্দন জানিয়ে হোয়াটস অ্যাপে বার্তা পাঠানোর অভিযোগ ওঠে। পদোন্নতিপ্রাপ্ত অন্তত পাঁচজন আগের রাতে ওই কর্মকর্তার অভিনন্দন বার্তা পেয়েছেন বলে জানা যায়। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সেকশন অফিসার আব্দুল্লাহ আল আসাদ বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি অফিসের কাজে ব্যস্ত আছেন বলে জানান। 

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত