নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালা সংস্কারকাজে যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘৫ কোটি টাকা দেওয়া হয়েছে নালা পরিষ্কারের জন্য, আড়াই কোটি বক্স-কালভার্টের জন্য। সংস্কারকাজের জন্য এই ৮-১০ কোটি টাকাই দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কিছু দেয়নি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য।’
‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জনসংযোগ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার সকালে চসিক মিলনায়তনে এই সেমিনার হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের ৩০০ কোটি টাকার মেশিনারিজ টুলস দেন। কিন্তু এসব যন্ত্রপাতি আমাদের দেওয়া হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য এসব মেশিনারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি জিনিস। জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে জলাবদ্ধতার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করবেন?’
চসিক মেয়র বলেন, বর্তমানে যেসব মেশিনারিজ রয়েছে, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো। মেশিনারিজ না থাকায় বাইরে থেকে ১৫-২০ লাখ টাকায় একেকটা মেশিন ভাড়া নিতে হচ্ছে।
ডা. শাহাদাত আরও বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক সংস্থা। সেখানে আমরা জনগণ থেকে নিয়ে নিয়ে কী সেবা দেব। আমরা কি মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেব? সেটা তো হতে পারে না।’
ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১৫-১৬ বছরে একেবারে নষ্ট হয়ে গেছে। গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। সীমিত জনবল ও মেশিনারিজের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজ যেগুলো হয়েছে, সেগুলো ঠিকমতো যদি ক্লিক করে, তাহলে শহরে জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমিয়ে আনতে পারব।’
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নালা সংস্কারকাজে যে বাজেট দেওয়া হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘৫ কোটি টাকা দেওয়া হয়েছে নালা পরিষ্কারের জন্য, আড়াই কোটি বক্স-কালভার্টের জন্য। সংস্কারকাজের জন্য এই ৮-১০ কোটি টাকাই দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কিছু দেয়নি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য।’
‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জনসংযোগ সমিতি, চট্টগ্রামের উদ্যোগে আজ শনিবার সকালে চসিক মিলনায়তনে এই সেমিনার হয়।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের ৩০০ কোটি টাকার মেশিনারিজ টুলস দেন। কিন্তু এসব যন্ত্রপাতি আমাদের দেওয়া হয়নি। জলাবদ্ধতা দূরীকরণের জন্য এসব মেশিনারিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দরকারি জিনিস। জলাবদ্ধতা নিরসনের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এগুলো যদি না থাকে তাহলে আপনি কীভাবে জলাবদ্ধতার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করবেন?’
চসিক মেয়র বলেন, বর্তমানে যেসব মেশিনারিজ রয়েছে, সেগুলো ১৫-২০ বছরের পুরোনো। মেশিনারিজ না থাকায় বাইরে থেকে ১৫-২০ লাখ টাকায় একেকটা মেশিন ভাড়া নিতে হচ্ছে।
ডা. শাহাদাত আরও বলেন, ‘সিটি করপোরেশন সেবামূলক সংস্থা। সেখানে আমরা জনগণ থেকে নিয়ে নিয়ে কী সেবা দেব। আমরা কি মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেব? সেটা তো হতে পারে না।’
ডা. শাহাদাত বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১৫-১৬ বছরে একেবারে নষ্ট হয়ে গেছে। গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। সীমিত জনবল ও মেশিনারিজের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে আমাদের কাজ যেগুলো হয়েছে, সেগুলো ঠিকমতো যদি ক্লিক করে, তাহলে শহরে জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমিয়ে আনতে পারব।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে