Ajker Patrika

বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর অপসারণ দাবি 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর অপসারণ দাবি 

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রতিষ্ঠানটিতে দুর্নীতে অভিযুক্ত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। 

আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত খনির মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে এই মানববন্ধন করেন ফুলবাড়ী-পার্বতীপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের অপসারণের আল্টিমেটাম ঘোষণা করা হয়। 

মানববন্ধন শেষে খনির প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা) মোহাম্মদ আলীর হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন এবং এর অনুলিপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক দিনাজপুর বরাবর দেন। 

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী-হাসানসহ অনেকে। এ সময় তাঁরা বলেন, খনির দুর্নীতিবাজ কর্মকর্তারা নিয়োগ বাণিজ্য, শ্রমিক নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। তাই তাঁরা বড়পুকুরিয়া কয়লা খনির (এমডি) ব্যবস্থাপনা পরিচালকসহ, স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের জোর দাবি জানান। তাঁরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের অপসারণ না হলে কঠোর আন্দোলনে যাবেন। 

খনির প্রশাসনিক কর্মকর্তার কাছে দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর এমডি সাইফুল ইসলাম সরকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত