Ajker Patrika

আরেক ব্রহ্মচারীকে গ্রেপ্তারের দাবি কলকাতা ইসকনের, নাকচ করল চট্টগ্রাম পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫৬
ইসকন নেতা শ্যাম দাস প্রভু ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত
ইসকন নেতা শ্যাম দাস প্রভু ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

শ্যাম দাস প্রভু নামে আরেক ব্রহ্মচারীকে গ্রেপ্তারের দাবি করেছে কলকাতা ইসকন। তবে এ দাবিকে নাকচ করে দিয়ে চট্টগ্রাম নগর পুলিশ জানিয়েছে, এই ধরনের কেউ গ্রেপ্তার নেই।

আজ শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকা, দি হিন্দু, এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ইসকন নেতা শ্যাম দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করে।

ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাসের এক্স (সাবেক টুইটার) পোস্টের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, চট্টগ্রাম পুলিশ আরও এক ব্রহ্মচারী শ্যাম দাসকে গ্রেপ্তার করেছে। তিনি কি সন্ত্রাসী? নির্দোষদের গ্রেপ্তারে ইসকন গভীরভাবে মর্মাহত। শ্যাম দাস চট্টগ্রাম কারাগারে বন্দী থাকা চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় তাঁকে হেফাজতে নেয় পুলিশ।

রাধারমণ দাস আরও দাবি করেন, ‘আমরা আরও তথ্য পাচ্ছি যে, চিন্ময় কৃষ্ণ দাসের সচিবকেও গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে একটি ইসকন কেন্দ্রেও দাঙ্গাবাজরা ভাঙচুর চালিয়েছে। এমন ঘটনা থামছে না। আমরা অসহায় বোধ করছি।’

তবে চট্টগ্রামে এই ধরনের কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে নগর পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, সাম্প্রতিক ইস্যু নিয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ওনারা আটক করেছে কিনা তা জানি না। কিন্তু কোতোয়ালী এলাকায় এই নামে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘আমাদের কাছে ওনার গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য নেই।’

এ ছাড়া নগর পুলিশের গোয়েন্দা শাখা, বিশেষ শাখায় দায়িত্বরতরা জানিয়েছেন, এই নামের কাউকে গ্রেপ্তারের তথ্য নেই।

একটি সূত্র দাবি করছে, ওই ইসকন নেতাকে আটক করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। আটকের খবরটি গুজব বলে জানান তিনি।

এই বিষয়ে চট্টগ্রামের ইসকন নেতাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত