Ajker Patrika

খাল পার হতে গিয়ে স্রোতে ভেসে গেলেন নানি-নাতি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ২১: ০৩
খাল পার হতে গিয়ে স্রোতে ভেসে গেলেন নানি-নাতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে পানির স্রোতে ভেসে গেছেন নানি ও নাতি। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্কা খালে এ ঘটনা ঘটে।

নিখোঁজের পর থেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার হয়নি নিখোঁজ নানি-নাতি।

তাঁরা দুজন হলেন রোকেয়া বেগম (৫০) এবং তাঁর নাতি মোহাম্মদ ইসমাঈল (৮)। রোকেয়া বেগম শিয়ালবুক্কা গ্রামের আবদুল জলিলের স্ত্রী। অন্যদিকে তাঁর নাতির বাড়ি পার্বত্য এলাকার মাইনীতে হলেও থাকে নানার বাড়িতে। তার বারার নাম মোহাম্মদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামের খালের অপর পাড়ে খিলাটিলা নামক জায়গায় রোকেয়া বেগমের খামার রয়েছে। সেখানে তাঁর গৃহপালিত গরুকে কুকুর আক্রমণ করেছে এমন খবরে নাতি ও তাঁর এক প্রতিবেশীসহ খামারে যাচ্ছিলেন। যাওয়ার পথে তীব্র বৃষ্টি উপেক্ষা করে শিয়ালবুক্কা খাল হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় বৃষ্টিতে পাহাড়ি ঢলে খালের তীব্র স্রোতের কবলে পড়েন তিনজনই। একজন কোনো রকম উঠে আসতে পারলেও নানি-নাতি স্রোতের টানে ভেসে যান। নিখোঁজের পর থেকে তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খালে উদ্ধার অভিযান চলছে। ছবি: আজকের পত্রিকাফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘বেলা ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। রাঙামাটি থেকে দুজন ডুবুরি আনা হয়েছে। তাঁরাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। সম্ভাব্য শিয়ালবুক্কা খালের সঙ্গে সংযুক্ত ইছামতী নদী পর্যন্ত আমরা খোঁজ চালাচ্ছি। উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সব প্রকার চেষ্টা অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত