Ajker Patrika

লক্ষ্মীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৫: ৪৭
লক্ষ্মীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের হাজীরপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের হাজীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মঞ্জু সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যবসায়ী হেদায়েত উল্লার ছেলে এবং চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্বজনেরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হাজীরপাড়ায় বন্ধুর বাড়িতে যান মঞ্জু। রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মঞ্জু গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আমার মামাতো ভাই মঞ্জু মারা গেছেন। এ দুর্ঘটনায় পুরো পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত