নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীতে এক জায়গা থেকেই ১৬টি থানার যেকোনোটিতে জিডি, মামলা বা অন্য কোনো পুলিশি সেবা পাওয়া যাবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সেবাকেন্দ্র সিএমপি সার্ভিস সেন্টার থেকেই মিলবে এ সেবা। আজ বৃহস্পতিবার এ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে সিএমপি সার্ভিস সেন্টার নামের সেবা কেন্দ্রের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে সব ধরনের সেবা মিলবে জানিয়েছে সিএমপি।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহাদৎ হুসেন রাসেল বলেন, কোনো ব্যক্তি তাঁর মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ফেললে থানায় না গিয়ে সার্ভিস সেন্টারেই জিডি করতে করতে পারবেন, যা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় চলে যাবে। পরে আবেদনকারী সার্ভিস সেন্টার থেকেই জিডির কপি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ট্রাফিক-সংক্রান্ত যেকোনো মামলা এবং জব্দ করা গাড়ির কাগজপত্র সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করা যাবে।
শাহাদৎ হুসেন রাসেল বলেন, ট্রাফিকের চার বিভাগের অধীনে কোনো গাড়ির বিরুদ্ধে মামলা কিংবা কাগজপত্র জব্দ করা হয়ে থাকে, তাহলে সেগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে না গিয়ে চালক-মালিকেরা সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিজের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধন করা মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত উপকমিশনার বলেন, পুলিশের সব সেবাকে নগরবাসীর কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য সেবাকেন্দ্রটি তৈরি করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শামসুল আলম উপস্থিত ছিলেন।
নগরীতে এক জায়গা থেকেই ১৬টি থানার যেকোনোটিতে জিডি, মামলা বা অন্য কোনো পুলিশি সেবা পাওয়া যাবে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সেবাকেন্দ্র সিএমপি সার্ভিস সেন্টার থেকেই মিলবে এ সেবা। আজ বৃহস্পতিবার এ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে সিএমপি সার্ভিস সেন্টার নামের সেবা কেন্দ্রের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে সব ধরনের সেবা মিলবে জানিয়েছে সিএমপি।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহাদৎ হুসেন রাসেল বলেন, কোনো ব্যক্তি তাঁর মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ফেললে থানায় না গিয়ে সার্ভিস সেন্টারেই জিডি করতে করতে পারবেন, যা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় চলে যাবে। পরে আবেদনকারী সার্ভিস সেন্টার থেকেই জিডির কপি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ট্রাফিক-সংক্রান্ত যেকোনো মামলা এবং জব্দ করা গাড়ির কাগজপত্র সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করা যাবে।
শাহাদৎ হুসেন রাসেল বলেন, ট্রাফিকের চার বিভাগের অধীনে কোনো গাড়ির বিরুদ্ধে মামলা কিংবা কাগজপত্র জব্দ করা হয়ে থাকে, তাহলে সেগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে না গিয়ে চালক-মালিকেরা সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিজের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধন করা মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত উপকমিশনার বলেন, পুলিশের সব সেবাকে নগরবাসীর কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য সেবাকেন্দ্রটি তৈরি করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শামসুল আলম উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪২ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে