Ajker Patrika

সিভাসুতে ৭ জনের ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিভাসুতে ৭ জনের ওমিক্রন শনাক্ত

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ওমিক্রন শনাক্তের কিটে ৭ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। প্রায় ৯০ ভাগ নিশ্চিত যে নমুনাগুলোতে ওমিক্রনের অস্তিত্ব রয়েছে। তবে অধিকতর নিশ্চিত হতে নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হচ্ছে ঢাকায়।

সহকারী অধ্যাপক ও সিভাসুর ল্যাবে দায়িত্বে থাকা ইফতেখার রানা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশ থেকে আনা ওমিক্রন শনাক্তের কিটে ৭ জনের শরীরে ওমিক্রন ভাইরাসটির অস্তিত্ব মেলে। তাঁরা সবাই চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। 

সিভাসুর উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, অধিকতর নিশ্চিত হতে ঢাকায় নমুনাগুলো পাঠানো হবে। রোববারের দিকে ফলাফল পেলে নিশ্চিত হওয়া যাবে আসলে ওমিক্রন কিনা।

এর আগে ডিসেম্বর মাসে বিদেশ থেকে ১০০ টির মতো ওমিক্রন শনাক্তের কিট আনে সিভাসু। সূত্র জানায়, ইতিমধ্যে ২০ টিরও বেশি পরীক্ষা করেছে। এর মধ্যে ৭ টিতে ওমিক্রন শনাক্ত হয়। 

সিভাসুতে আনা এ কিটের মাধ্যমে ৩-৫ ঘণ্টার মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত কি-না, তা বোঝা যাবে। ১০০ টির কিটের খরচ পড়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত