Ajker Patrika

অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে দুদকে আবেদন শরীফের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫২
অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে দুদকে আবেদন শরীফের

চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন দুদক থেকে সদ্য চাকরিচ্যুত শরীফ উদ্দিন। 

আজ রোববার সকালে দুদকের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনটি করেন শরীফ উদ্দিন। এতে অপসারণের আদেশ প্রত্যাহারের পাশাপাশি চাকরিতে পুনর্বহালের আবেদন করা রয়েছে। 

শরীফ উদ্দিন আবেদনে বলেন, ‘২০১৪ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দুর্নীতির বিভিন্ন মামলার অনুসন্ধান ও তদন্ত করেছেন সুনামের সঙ্গে। বিশেষ করে কক্সবাজারের ভূমি অধিগ্রহণের দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের দুর্নীতি, চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতি, ময়মনসিংহ ভূমি অফিসের দুর্নীতিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের চিত্র কর্মরত অবস্থায় তুলে ধরেছিলেন তিনি, যাতে দেশ দুর্নীতিমুক্ত থাকে। এসব কাজ করতে গিয়ে তিনি নিজে ও তাঁর পরিবার নানা হুমকির সম্মুখীন হয়েছেন। কিন্তু তার পরও দুর্নীতিবাজদের সঙ্গে আপস করেননি। অথচ কোনো কারণ দর্শানোর নোটিশ প্রদান ছাড়াই তাঁকে চাকরিচ্যুতি করা হয়েছে। এভাবে চাকরি থেকে অপসারণের আদেশটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অমানবিক।’ 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। তখন তিনি পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত