কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন-পুরাতন যেই হোক, সামনে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
শনিবার (৪ জুলাই) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন জামায়াতের এই শীর্ষ নেতা।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যাঁরা শহীদের রক্তে বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’
তিনি বলেন, ‘দেশে ইদানীং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট জনগণ প্রত্যক্ষ করছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব—নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলে দেবে।’
পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরের সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসেন ও নাছির আহম্মেদ মোল্লা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা যেনতেন নির্বাচন চাই না। নতুন-পুরাতন যেই হোক, সামনে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
শনিবার (৪ জুলাই) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পৃথক চারটি পথসভায় অংশ নেন জামায়াতের এই শীর্ষ নেতা।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যাঁরা শহীদের রক্তে বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই রক্তের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই।’
তিনি বলেন, ‘দেশে ইদানীং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট জনগণ প্রত্যক্ষ করছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব—নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলে দেবে।’
পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান।
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরের সহকারী সেক্রেটারি মো. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসেন ও নাছির আহম্মেদ মোল্লা।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করেন ট্রাফিকে কর্মরত ওই পুলিশ সদস্য। এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যে বিরোধী ছাত্র...
১৭ মিনিট আগেবাংলাদেশ থেকে প্রতিবছর অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের হাসপাতালে যান। তবে তথ্যের ঘাটতি, ভাষাগত জটিলতা, সময়সূচি মিলিয়ে নেওয়া কিংবা ভিসা প্রক্রিয়ার জটিলতায় রোগী ও স্বজনদের বিড়ম্বনায় পড়তে হয়। সেই বিড়ম্বনা কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামেই চালু হলো থাইল্যান্ডের বিখ্যাত মেডপার্ক হাসপাতালের অফিস।
২৮ মিনিট আগেকুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, `আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। আমার জানা মতে তিনি জীবিত থাকা অবস্থায় কোন ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে আসছে, আমার বাবা কি কবর থেকে এসে ঋণ নিয়েছে? আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে।’
১ ঘণ্টা আগে