কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।
র্যাবের অভিযানে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শাহপরান ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শনিবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আদালতে হাজিরের সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেননি। তবে রোববার রিমান্ড চাওয়া হতে পারে।
গত ২৬ জুন রাতে মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে এক নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই ঘটনায় ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণের মামলাও হয়।
এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফজর আলী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বাকি চার আসামি—সুমন, রমজান, আরিফ ও অনিক—রিমান্ডে রয়েছেন। শাহপরানকে শনিবার কারাগারে পাঠানো হলো।
কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।
র্যাবের অভিযানে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শাহপরান ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শনিবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আদালতে হাজিরের সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেননি। তবে রোববার রিমান্ড চাওয়া হতে পারে।
গত ২৬ জুন রাতে মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে এক নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই ঘটনায় ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণের মামলাও হয়।
এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফজর আলী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বাকি চার আসামি—সুমন, রমজান, আরিফ ও অনিক—রিমান্ডে রয়েছেন। শাহপরানকে শনিবার কারাগারে পাঠানো হলো।
গাজীপুরের টঙ্গীতে বাড়ির সামনে বালু-রড রাখতে নিষেধ করায় এক বীর মুক্তিযোদ্ধার সনদ দেখতে চাওয়া এবং তাঁকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত আলী আকবর (৭৬) ওই এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি।
২ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে
১০ মিনিট আগেচলছে আমন ধানের মৌসুম। ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দগাঁও এলাকায় শনিবার দুপুরে একদল কৃষিশ্রমিক আমনের চারা রোপণের ফাঁকে মাঠের এক কোণে পুকুরঘাটে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। কারও পাতে আলুভর্তা, কারও বেগুনভাজি, কারও লাউয়ের ঘন্ট। কেউ আবার ভাগাভাগি করে খাচ্ছেন ডিমভাজি আর ছোট মাছের ঝোল।
২০ মিনিট আগেপঞ্চগড়ের বানিয়াপাড়া ও অমরখানা সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে বলে জানায় বিজিবি। বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা ১৫ জনকে সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।
২৪ মিনিট আগে