Ajker Patrika

মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর অভিযোগে শাহপরান কারাগারে

 কুমিল্লা প্রতিনিধি 
আদালতের আদেশের পর শনিবার দুপুরে শাহপরানকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা
আদালতের আদেশের পর শনিবার দুপুরে শাহপরানকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।

র‍্যাবের অভিযানে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, শাহপরান ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শনিবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আদালতে হাজিরের সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেননি। তবে রোববার রিমান্ড চাওয়া হতে পারে।

গত ২৬ জুন রাতে মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে এক নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই ঘটনায় ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণের মামলাও হয়।

এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফজর আলী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বাকি চার আসামি—সুমন, রমজান, আরিফ ও অনিক—রিমান্ডে রয়েছেন। শাহপরানকে শনিবার কারাগারে পাঠানো হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত