ফেনী প্রতিনিধি
গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এ সময় জেলায় গুমের শিকার মাহবুবুর রহমান রিপন নামের যুবককে তাঁর মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবিরের সভাপতিত্বে ও অধিকার ফেনীর ফোকাল পারসন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলার সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক এন এন জীবন, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরান, অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবক নেতা মাহবুবুল হক রিপনের বড় ভাই শিপু।
মানববন্ধনে মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বলেন, ‘১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে (র্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও হদিস পাইনি ছেলের। ১০ বছর দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি এর বিচার।’
রৌশন আরা আরও বলেন, ‘ডিজিএফআইয়ের আয়নাঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছেন। যদি আমার ছেলে সেখানে থাকে, তাঁকে ফেরত দিন। রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয়, সে জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি করি।’
গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এ সময় জেলায় গুমের শিকার মাহবুবুর রহমান রিপন নামের যুবককে তাঁর মায়ের বুকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গুমের শিকার যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবিরের সভাপতিত্বে ও অধিকার ফেনীর ফোকাল পারসন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলার সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক এন এন জীবন, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরান, অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবক নেতা মাহবুবুল হক রিপনের বড় ভাই শিপু।
মানববন্ধনে মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা বলেন, ‘১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে (র্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও হদিস পাইনি ছেলের। ১০ বছর দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি এর বিচার।’
রৌশন আরা আরও বলেন, ‘ডিজিএফআইয়ের আয়নাঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছেন। যদি আমার ছেলে সেখানে থাকে, তাঁকে ফেরত দিন। রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয়, সে জন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবি করি।’
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৯ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২৪ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৮ মিনিট আগে