Ajker Patrika

বিশেষ কায়দায় জুতার ভেতর ইয়াবা, যুবক কারাগারে 

নোয়াখালী প্রতিনিধি
বিশেষ কায়দায় জুতার ভেতর ইয়াবা, যুবক কারাগারে 

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহজাহান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর পায়ের জুতা থেকে ১ হাজার ৪০০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আজ সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান। 

আটক শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার আলী হোসেনের ছেলে। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালানো চট্টগ্রাম ও ফেনী হয়ে নোয়াখালীতে আসছে এ সংবাদে গতকাল রোববার মধ্য রাতে ফেনী-নোয়াখালী সীমান্ত এলাকার সেনবাগের সেবারহাট বাজারে চেকপোস্ট বসায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন প্লাসের একটি বাস চেক পোস্ট পার করলে এতে মাদক আছে এমন তথ্যে পিছু নেয় মাদকদ্রব্য অধিদপ্তর। পরে বাসটি মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে এসে থামলে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী শাহজাহানের দেহে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় পরিবহন করা ১ হাজার ৪০০টি ইয়াবা জব্দ করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই কায়দায় ইয়াবা আনার সময় কয়েক দিন আগে এক সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছিল। আজ আরও একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিরা প্রতিদিন তাদের কৌশল পরিবর্তন করছে। আমরা তাঁদের ওপর প্রতিনিয়ত নজরদারি রেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত