রাঙামাটি প্রতিনিধি
তিন পার্বত্য (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) জেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ চার দাবি জানিয়ে আজ সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে পর্যটন ব্যবসায় সংশ্লিষ্ট দশটি সংগঠন।
সংগঠনগুলো অন্য দাবিগুলো হলো—পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ, পর্যটন খাতে আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য প্রণোদনার ব্যবস্থা এবং এ খাতের উন্নয়ন ও বিকাশের জন্য অব্যাহতভাবে নীতি ও আর্থিক সমর্থন সমুন্নত রাখা।
তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটকদের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসন্ন শারদীয়া দুর্গোৎসবের কেন্দ্র করে যখন দেশবাসী উৎসবের আমেজ ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই এ ধরনের ঘোষণায় ভ্রমণ পিপাসুদের কাছে পার্বত্য জেলা সমূহে ভ্রমণ বিষয়ে অত্যন্ত নেতিবাচক বার্তা বহন করবে। যা ভবিষ্যতে এ অঞ্চলের তিল তিল করে গড়ে ওঠা পর্যটন খাতকে আবারও খাদের কিনারায় নিয়ে যাবে। এ কারণে সংশ্লিষ্ট পর্যটন ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছি। তাই তিন পার্বত্য জেলায় সাধারণ পর্যটকদের ভ্রমণে নিরবচ্ছিন্ন রাখা ও স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষার কথা বিবেচনা করা দরকার।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেয়েছি। তা শিগগিরই পাঠিয়ে দেওয়া হবে।’
হাউস বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী তঞ্চঙ্গা বলেন, ‘আমরা বর্তমানে পর্যটন ব্যবসায় খুব খারাপ অবস্থায় দিন অতিক্রম করছি। কোনো পর্যটক নেই। এর থেকে উত্তরণের লক্ষ্যে রাঙামাটিতে পর্যটন ব্যবসায় সঙ্গে জড়িত দশটি সংগঠন থেকে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছি। তবে জেলা প্রশাসক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় কিনা অতি শিগগিরই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য, অনিবার্য কারণ দেখিয়ে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।
তিন পার্বত্য (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) জেলায় পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ চার দাবি জানিয়ে আজ সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে পর্যটন ব্যবসায় সংশ্লিষ্ট দশটি সংগঠন।
সংগঠনগুলো অন্য দাবিগুলো হলো—পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে পরামর্শ, পর্যটন খাতে আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য প্রণোদনার ব্যবস্থা এবং এ খাতের উন্নয়ন ও বিকাশের জন্য অব্যাহতভাবে নীতি ও আর্থিক সমর্থন সমুন্নত রাখা।
তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটকদের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আসন্ন শারদীয়া দুর্গোৎসবের কেন্দ্র করে যখন দেশবাসী উৎসবের আমেজ ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই এ ধরনের ঘোষণায় ভ্রমণ পিপাসুদের কাছে পার্বত্য জেলা সমূহে ভ্রমণ বিষয়ে অত্যন্ত নেতিবাচক বার্তা বহন করবে। যা ভবিষ্যতে এ অঞ্চলের তিল তিল করে গড়ে ওঠা পর্যটন খাতকে আবারও খাদের কিনারায় নিয়ে যাবে। এ কারণে সংশ্লিষ্ট পর্যটন ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছি। তাই তিন পার্বত্য জেলায় সাধারণ পর্যটকদের ভ্রমণে নিরবচ্ছিন্ন রাখা ও স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষার কথা বিবেচনা করা দরকার।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেয়েছি। তা শিগগিরই পাঠিয়ে দেওয়া হবে।’
হাউস বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী তঞ্চঙ্গা বলেন, ‘আমরা বর্তমানে পর্যটন ব্যবসায় খুব খারাপ অবস্থায় দিন অতিক্রম করছি। কোনো পর্যটক নেই। এর থেকে উত্তরণের লক্ষ্যে রাঙামাটিতে পর্যটন ব্যবসায় সঙ্গে জড়িত দশটি সংগঠন থেকে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছি। তবে জেলা প্রশাসক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় কিনা অতি শিগগিরই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য, অনিবার্য কারণ দেখিয়ে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে