Ajker Patrika

২৫ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র রনির

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৫: ১৬
২৫ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র রনির

কুমিল্লার লাকসামের ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র তোফাজ্জল হোসেন রনির (১৬) নিখোঁজ হয়েছেন গত ৫ আগস্ট। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তার। এ ঘটনায় গত ২৩ আগস্ট লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ মাদ্রাসাছাত্র রনি লাকসাম পূর্ব ইউনিয়নের ফুলগাঁও গ্রামের আহছান উল্লাহর ছেলে। 

নিখোঁজ রনির মা হনুফা বেগম জানান, ‘রনি ধানওড়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ৫ পারা কোরআন হেফজ্ করেছে। ছুটিতে বাড়ি আসার পর গত ৪ আগস্ট সকালে সে মাদ্রাসায় যায়। ৯ আগস্ট আমাদের বাড়ির দুটি ছেলে মাদ্রাসার পাশ দিয়ে তাদের আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রনির খোঁজ করে। এ সময় অন্যান্য ছাত্ররা রনি মাদ্রাসায় নেই বলে জানায়। এ সংবাদ পেয়ে পরিবারের লোকজনসহ মাদ্রাসায় গেলে শিক্ষকেরা জানান, ৫ আগস্ট সকাল ৮টার দিকে সে ছুটি নিয়ে বাড়িতে গেছে। এ পর্যন্ত আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েছি। কিন্তু তার কোনো সন্ধান পাইনি।’ 

এ বিষয়ে ধানওড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, তোফাজ্জল হোসেন রনির জ্বর হওয়ায় ১ আগস্ট ছুটি নিয়ে বাড়িতে যায়। ৪ আগস্ট মাদ্রাসায় ফিরে এসে অসুস্থতার কারণ দেখিয়ে পরদিন ৫ আগস্ট শুক্রবার সকালে ছুটি নিয়ে সে আবার বাড়ি যায়। ৩-৪ দিন পরও ফিরে না আসায় অভিভাবকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। ৫ দিন পর অভিভাবকেরা মাদ্রাসায় এসে তার কাপড়চোপড় নিয়ে যান। 

এ ব্যাপারে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ‘নিখোঁজের বিষয়ে ২৩ আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়। সে আলোকে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত