Ajker Patrika

চুল কাটা নিয়ে বাদানুবাদ, সংঘর্ষে পুলিশসহ আহত ১৩

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২১: ৩২
চুল কাটা নিয়ে বাদানুবাদ, সংঘর্ষে পুলিশসহ আহত ১৩

চট্টগ্রামের চন্দনাইশে চুল কাটা নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টা ধরে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। 

গতকাল শনিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত দোহাজারী পৌরসভা সদর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও উভয় পক্ষের লোকজন ১০টি ফাঁকা গুলি বর্ষণ করে। সেই সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। 

একপর্যায়ে পৌরসভার ময়লার গাড়ি ভাঙচুর করা হয়। এতে দোহাজারী রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও সাধারণ জনগণ। 

আহতরা হলেন পুলিশ কনস্টেবল বিমল জ্যোতি চাকমা (২৮), আনোয়ার হোসেন (৫৫), মাহফুজুল আলম (৩০), সাইফুল ইসলাম (২৯), আরিফ হোসেন (৩১), দোহাজারী সদর এলাকার গিয়াস উদ্দিন জিকু (৩০), ইফতাব উদ্দিন তানিম (২৪), রফিকুল ইসলাম (২৪) ও মো. ইসমাইল (২৪)। তাঁরা দোহাজারী হাসপাতালে চিকিৎসা নেন। 

এ ছাড়া সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আকবর খান (৫৫), ছাবিত খান (১৬), আরিফ (২৬) ও রোহিত (১৪)। আরও ছয়-সাতজন পথচারী আহত হন। 

স্থানীয় আকবর খান বলেন, ‘আমার ছেলে সাবিদ খানকে দোহাজারী হাজারী শপিং সেন্টারে চুল কাটার জন্য নিয়ে গেলে সেখানে জিকুসহ তার লোকজন ছিল। তারা সাবিদকে ধাক্কা দিয়ে নিচে নেমে যায়। সেখানে তাদের অনুসারীদের মোবাইল ফোনে কল দিয়ে ডেকে এনে আমাদের ধাওয়া দেয়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই বিষয়ে আমরাও মামলার প্রস্তুতি নিচ্ছি।’ 

পৌর মেয়র লোকমান হাকিম বলেছেন, আকবর খান ও তাঁর ভাই শওকত খান প্রতিবছরের মতো এ বছরও দোহাজারী পৌরসভা বাজারের ব্যবসায়ীদের আতঙ্ক সৃষ্টি করে চাঁদা দাবি করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয়। ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে তাঁদের প্রতিহত করতে গেলে প্রতিপক্ষ বার্মা কলোনির লোকজন এনে ইটপাটকেল নিক্ষেপ করে এবং রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে পৌরসভার ময়লার গাড়ি ভাঙচুর করে। এ সময় সাত-আটজন ব্যবসায়ী আহত হন। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, চুল কাটার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি ফাঁকা গুলি ছোড়ে। এ বিষয়ে একপক্ষের মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত