Ajker Patrika

কক্সবাজার থেকে ভাসানচরের পথে আরও ১১৪১ জন রোহিঙ্গা 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭: ১২
কক্সবাজার থেকে ভাসানচরের পথে আরও ১১৪১ জন রোহিঙ্গা 

কক্সবাজারের উখিয়া–টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় আরও এক হাজার ১৪১ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হচ্ছে। আজ শুক্রবার চট্টগ্রাম নৌবাহিনীর একটি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। এদের সঙ্গে ভাসানচর থেকে বেড়াতে আসা ১০৯ জন রোহিঙ্গাও রয়েছেন। 

 ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের ৩৩টি ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া কলেজে মাঠে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে কলেজ মাঠ থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের চট্টগ্রামে পাঠানো হয়। 

তার আগে রাতের খাবার শেষে স্বাস্থ্য পরীক্ষা করে ২৫টি বাসে তাদের ওঠানো হয়। এ সময় মালপত্র বহনের জন্য অটটি কাভার্ডভ্যান ও জরুরি স্বাস্থ্যসেবা দিতে একটি অ্যাম্বুলেন্স ছিল। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২৪ তম ধাপে ভাসানচরের উদ্দেশ্যে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন ছিল এক হাজার ১৪১ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ১০৯ জন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত