Ajker Patrika

মিটার মেরামতের নামে ঘুষ নেওয়ায় ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মিটার মেরামতের নামে ঘুষ নেওয়ায় ৩ জনের বিরুদ্ধে মামলা

গ্যাসের মিটার মেরামতের কাজ করার জন্য গ্রাহকের কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন—কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদ, ঠিকাদার মো. এরশাদ, মুছা খালেদের সহযোগী মো. বশির সরকার। 

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ / ১০৯ / ১২০ (বি) ৫১১ ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত