নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে নাশকতার সর্বশেষ মামলাটি করেছে। পুলিশ গত ২৪ ঘণ্টায় জেলা ও নগরে আরও ৪৪ জনসহ এখন পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, আকবরশাহ থানায় হওয়া নতুন মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭০-৭৫ জনকে আসামি করা হয়েছে। এটা নিয়ে চট্টগ্রাম নগরীতে ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনসহ মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় হওয়া ১১টি মামলায় ৩৭১ জন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গত ১৬ ও ১৮ জুলাই পৃথক ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নগরের মুরাদপুর ও বহদ্দারহাট রণক্ষেত্রে পরিণত হয়। ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছাড়া সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন। এ ঘটনায় আহত হন দুই শতাধিক।
পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, কোটা আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগরীতে পাঁচলাইশ থানায় ছয়টি, কোতোয়ালি থানায় চারটি, চান্দগাঁও থানায় চারটি এবং বাকলিয়া, খুলশী, হালিশহর, ডবলমুরিং ও আকবরশাহ থানায় একটি করে মোট ১৯টি মামলা হয়েছে। হত্যাচেষ্টা, বিস্ফোরক ও নাশকতাসহ বিশেষ ক্ষমতা আইনে হওয়া বেশির ভাগ মামলার বাদী পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত যুবদলের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের আসামি করে নাশকতার সর্বশেষ মামলাটি করেছে। পুলিশ গত ২৪ ঘণ্টায় জেলা ও নগরে আরও ৪৪ জনসহ এখন পর্যন্ত মোট ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, আকবরশাহ থানায় হওয়া নতুন মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭০-৭৫ জনকে আসামি করা হয়েছে। এটা নিয়ে চট্টগ্রাম নগরীতে ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনসহ মোট ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন থানায় হওয়া ১১টি মামলায় ৩৭১ জন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গত ১৬ ও ১৮ জুলাই পৃথক ঘটনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে নগরের মুরাদপুর ও বহদ্দারহাট রণক্ষেত্রে পরিণত হয়। ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছাড়া সবাই গুলিবিদ্ধ হয়েছিলেন। এ ঘটনায় আহত হন দুই শতাধিক।
পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে, কোটা আন্দোলন ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগরীতে পাঁচলাইশ থানায় ছয়টি, কোতোয়ালি থানায় চারটি, চান্দগাঁও থানায় চারটি এবং বাকলিয়া, খুলশী, হালিশহর, ডবলমুরিং ও আকবরশাহ থানায় একটি করে মোট ১৯টি মামলা হয়েছে। হত্যাচেষ্টা, বিস্ফোরক ও নাশকতাসহ বিশেষ ক্ষমতা আইনে হওয়া বেশির ভাগ মামলার বাদী পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বলেন, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত যুবদলের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে