Ajker Patrika

চট্টগ্রামে বিএনপির আরও ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৮: ৫৯
চট্টগ্রামে বিএনপির আরও ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রামে বিএনপির আরও ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নগরীর বায়েজিদ, পতেঙ্গা, রামপুর, আগ্রাবাদ, হালিশহর, আগ্রাবাদ, চান্দগাঁওসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীরা রয়েছেন। 

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘চতুর্থ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীরা। এই অবরোধকে কেন্দ্র করে পুলিশ মহানগর বিএনপির আরও ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।’ 

এর আগে গতকাল শনিবার মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির পর থেকে এই পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। এ সময় পুলিশ ৩৪৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত