নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলো মো. এরশাদ (১৪) ও ইয়াসমিন আক্তার (৪৫)। পাশাপাশি আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসের ৪ জুন থেকে মোট ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’
সূত্র জানায়, মারা যাওয়া কিশোর এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাকে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এর আগে হৃদ্রোগ এবং কিডনি জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এরশাদ কোভিডে আক্রান্ত হয়।
আর ইয়াসমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে ভুগছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর কথা জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে ২০ জুন চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে পরে ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। করানো ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরীর এবং অন্য তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে নতুন করে করানো ভাইরাসের সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেডে রোগীদের চিকিৎসা চলছে।
এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।
২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত দুজন হলো মো. এরশাদ (১৪) ও ইয়াসমিন আক্তার (৪৫)। পাশাপাশি আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসের ৪ জুন থেকে মোট ৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।’
সূত্র জানায়, মারা যাওয়া কিশোর এরশাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার তাকে চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এর আগে হৃদ্রোগ এবং কিডনি জটিলতা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এরশাদ কোভিডে আক্রান্ত হয়।
আর ইয়াসমিন আক্তারের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে ভুগছিলেন। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর রক্তে সংক্রমণজনিত কার্ডিয়াক শকে মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
এর আগে ১৬ জুন মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫) মৃত্যুর কথা জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে ২০ জুন চট্টগ্রামে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডে পরে ফজিলাতুন্নেছা (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। করানো ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে একজন নগরীর এবং অন্য তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে নতুন করে করানো ভাইরাসের সংক্রমণ শুরুর পর রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি আইসোলেশন বেডে রোগীদের চিকিৎসা চলছে।
এ ছাড়া চমেক হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালেও।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের এনবি ১.৮.১ নামের নতুন ধরনটি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে কোভিড-১৯-এর নতুন ধরন ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনবি ১.৮.১ ধরনটির সংক্রমণের হার তুলনামূলক বেশি এবং এটি দ্রুত ছড়াচ্ছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে