Ajker Patrika

বাঁশখালীতে হত্যার ১৮ বছর পর পলাতক আসামিকে গ্রেপ্তার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭: ২১
বাঁশখালীতে হত্যার ১৮ বছর পর পলাতক আসামিকে গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘ ১৮ বছর পর হত্যা মামলার পলাতক আসামি মো. আলীকে (৫০) গ্রেপ্তার করেছেন বাঁশখালী থানা-পুলিশ। গতকাল বুধবার (৩০ জুন) রাত ১১ সাড়ে দিকে বাঁশখালী পৌরসভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি মো. আলী পুকুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. আমিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর ফেরিঘাট এলাকায় ২০০৩ সালে স্থানীয় মো. হোসেন প্রকাশ ফাইল্ল্যাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরেছিলেন মো. আলী। ওই সময় নিহত হোসেনের মা শহরবানু বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মো. আলী। 

ওই হত্যা মামলার আসামি মো. আলীকে দীর্ঘ ১৮ বছর পর গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বাঁশখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঁশখালী থানার উপপরিদর্শক দীপক কুমার সিংহ গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের হত্যা মামলার পলাতক আসামি মো. আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত