Ajker Patrika

ঘর থেকে আসছিল দুর্ঘন্ধ, দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৪: ৫৪
ঘর থেকে আসছিল দুর্ঘন্ধ, দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকার একটি বাসা থেকে সুমাইয়া আক্তার (২১) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শহরের নাজিরপাড়া এলাকার ইউসুফ ভিলা থেকে দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

সুমাইয়া আক্তার চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার নিপু কাজীর স্ত্রী। তিনি শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, দুই বছর আগে চাঁদপুর সদরের তরপুচণ্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সঙ্গে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে তাঁর বিবাদ চলছিল। পাঁচ বান্ধবী মিলে নাজিরপাড়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে সুমাইয়া পড়াশোনা করতেন। ঈদে সবাই বাড়ি যান। গত ১৪ এপ্রিল শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে সুমাইয়া নাজিরপাড়ার বাসায় ফিরে দরজা আটকে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। 

এদিকে বাড়ির মালিক বাসা থেকে দুর্গন্ধ পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। পরে রাতে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে কলেজছাত্রীর লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক মীর আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত