Ajker Patrika

কোম্পানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নোয়াখালী প্রতিনিধি
কোম্পানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী জহিরুল ইসলাম। 

আজ শুক্রবার সকালে উপজেলার ৭ নম্বর ওয়ার্ড চর কলমি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার (২২) সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামের বশির উল্যাহর মেয়ে। 

নিহতের বাবা বশির উল্যাহ অভিযোগ করে বলেন, ‘গত ৫-৬ বছর আগে চর কলমি গ্রামের সিরাজুল ইসলামের বড় ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ফারজানাকে বিয়ে দিই। জহির স্টিল আলমারির ব্যবসা করে। এর আগেও ব্যবসার সূত্রে একাধিক মহিলার সঙ্গে জহিরের পরকীয়ার ঘটনা ঘটে। তা পারিবারিকভাবে সমাধানের চেষ্টাও করি আমরা।’ 

তিনি আরও বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে ফারজানা বলে জহিরের মোবাইলে একটি মেয়ের সঙ্গে যৌথ ছবি দেখে সে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে আমি ও তার ছেলে খবির উদ্দিন দুজনকে মিলিয়ে দিই।’ 

ফারাজনার বড় ভাই খবির উদ্দিন বলেন, জহিরের একাধিক পরকীয়ার ঘটনা সমাধান করা হয়েছে। গতকালও বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু জহির বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এমনকি বোনের মৃত্যুর খবরও তাদের দেওয়া হয়নি। পাশের বাড়ির জয়নাল মিয়া মৃত্যুর ২ ঘণ্টা পর খবর দিলে ফারজানাকে বিছানায় মৃত অবস্থায় পায়। 

অভিযুক্ত জহিরের বাবা সিরাজুল ইসলাম তার ছেলে ও পুত্রবধূর দীর্ঘ দিনের ঝগড়ার কথা স্বীকার করে জানান, তার প্রথম স্ত্রী মৃত্যুর কারণে ছেলেরা তাঁর থেকে পৃথকভাবে বসবাস করেছেন। রাত আনুমানিক আড়াইটার সময় জহির তার ঘরে চিৎকার দিতে থাকলে তারা গিয়ে ফারজানাকে ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে তারা ঝোলানো থেকে নামানোর পর লোকজনকে খবর দিলে জহির দ্রুত পালিয়ে যায়। 

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত