Ajker Patrika

কক্সবাজার সৈকত: চবির নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান ১২ ঘণ্টায়ও মেলেনি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ চবির দুই শিক্ষার্থীর সন্ধান পেতে উদ্ধার অভিযান। আজ মঙ্গলবার বিকেলে হিমছড়ি সৈকত এলাকায়। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ চবির দুই শিক্ষার্থীর সন্ধান পেতে উদ্ধার অভিযান। আজ মঙ্গলবার বিকেলে হিমছড়ি সৈকত এলাকায়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর ১২ ঘণ্টায়ও খোঁজ মেলেনি। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁদের উদ্ধারে হিমছড়ি থেকে নাজিরারটেক সৈকত পর্যন্ত ২০-২২ কিলোমিটার উপকূলে উদ্ধার কার্যক্রম চালানো হয়।

নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে তল্লাশি অভিযানে অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ডের কর্মকর্তার ধারণা, ওই দুই শিক্ষার্থী গুপ্তখালে আটকা পড়েছেন।

জানা গেছে, সকাল ৭টার দিকে কক্সবাজার শহরের কাছে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন চবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে কে এম সাদমান রহমান সাবাব (২১) নামের এক শিক্ষার্থীর মরদেহ সকাল সাড়ে ৯টা ভেসে আসে।

সাদমান ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন তিনি। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান (২২) ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২)। তাঁরা দুজনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন।

চবির তিন শিক্ষার্থীর সাগরে ডুবে যাওয়ার খবর পেয়ে সকাল ১০টা থেকে নিখোঁজ শিক্ষার্থীদের তল্লাশি অভিযান শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান সি-সেফ লাইফগার্ড, জেলা প্রশাসনের সৈকতকর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ।

সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে সাগর বেশ উত্তাল রয়েছে। এ কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে। হিমছড়ি থেকে নাজিরারটেক সৈকত পর্যন্ত ২০-২২ কিলোমিটার উপকূলে কয়েকটি দলে ভাগ হয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। তবে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আপেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপের কারণে সাগর বেশ উত্তাল। এ সময়ে পর্যটকদের গোসলে নামতে নিরুৎসাহিত করে সৈকতের বিভিন্ন স্থানে একাধিক লাল নিশানা ওড়ানো হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই গোসলে নেমে বিপদে পড়ছেন।

সি-সেফের আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, হিমছড়ি সৈকতে একাধিক গুপ্তখালের সৃষ্টি হয়েছে। এতে সেখানে গোসল করা ঝুঁকিপূর্ণ। নিখোঁজ দুই শিক্ষার্থীও গুপ্তখালে আটকা পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল সোমবার রাতে প্রথম বর্ষের চারজন, অন্য বর্ষের একজনসহ মোট পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তাঁরা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে সাগরে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারও কক্সবাজার পৌঁছেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণ এশিয়ার নয়া আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত