কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় তিন বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি জানায় সোমবার (৭ জুলাই) রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবির) খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৭১/২ এস এলাকাসংলগ্ন বেলবাড়ী থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন—নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের সোহাগ মিয়া (২৬), পূর্বধলার বলিয়াকান্দা গ্রামের সাইদুর হক (২৪) এবং রাণীখং গ্রামের হজরত আলী (২৮)।
আটক মানব পাচারকারীরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা গ্রামের মো. বিল্লাল (৪৫) ও পাহাড়পুর গ্রামের হাবিবুর রহমান (৩০)।
একই ঘটনায় আরও দুই পাচারকারী মো. নাজমুল হোসেন (৩২) ও মো. আব্দুল আলিম (৪২) পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার রোধে বেলবাড়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে ভারতে মানব পাচারের সময় তিন বাংলাদেশি নাগরিক ও দুই মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি জানায় সোমবার (৭ জুলাই) রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবির) খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৭১/২ এস এলাকাসংলগ্ন বেলবাড়ী থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন—নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের সোহাগ মিয়া (২৬), পূর্বধলার বলিয়াকান্দা গ্রামের সাইদুর হক (২৪) এবং রাণীখং গ্রামের হজরত আলী (২৮)।
আটক মানব পাচারকারীরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা গ্রামের মো. বিল্লাল (৪৫) ও পাহাড়পুর গ্রামের হাবিবুর রহমান (৩০)।
একই ঘটনায় আরও দুই পাচারকারী মো. নাজমুল হোসেন (৩২) ও মো. আব্দুল আলিম (৪২) পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ও মানব পাচার রোধে বেলবাড়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ। আজ শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের...
১৯ মিনিট আগেযশোরের প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি মারা যান। ‘গ্রাম-গ্রামান্তরে’র...
২৩ মিনিট আগেফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়িসহ মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি শান্ত হলে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল...
২৬ মিনিট আগেপা ভেঙে গিয়েছিল কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলীর (৭৫)। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ঢাকায় থাকতে হয় তাঁকে। কয়েক দিন আগে চিকিৎসকেরা ছাড়পত্র দেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি ফেরার সময় সবাই প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়।
১ ঘণ্টা আগে