কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।
এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সাফ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।
গতকাল শনিবার রাতে কক্সবাজারের ইনানী সাগরপারের একটি হোটেলে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক দেওয়া হয়।
এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দলের সদস্য ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় ও রুপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপারের মর্যাদা পান।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে