Ajker Patrika

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন নুসরাত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন নুসরাত

চট্টগ্রামের মিরসরাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হলেও আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন নুসরাত জারিন ফিমা নামে এক শিক্ষার্থী। সোমবার (৭ জুলাই) সকালে বাবার মৃত্যুর পর চোখের জল মুছেই তিনি যান পরীক্ষাকেন্দ্রে।

নুসরাতের বাবা মো. নুরে জামান আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হাইতকান্দি উচ্চবিদ্যালয়ের সাবেক কেরানি ছিলেন।

নুসরাতের জ্যাঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, ‘আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করে। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যায় আমার চাচাতো বোন নুসরাত। সে আবুতোরাব ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ বেলা সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চবিদ্যালয় মাঠে চাচার জানাজা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘১০ দিন আগে নুরে জামানের বড় ভাই নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারালাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত