Ajker Patrika

বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে ও আজ সোমবার সকালে উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ছোটকুমিরা হিঙ্গোরীপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মো. নুর করিম (৩৭) ও একই উপজেলার আবুল কাশেম (৪৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে বড়কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাটে বড়শি পাতেন নুর করিম। দুপুর ১২টার দিকে তার বড়শিটি পানির নিচে আটকে যায়। এ সময় নুর করিম বড়শিটি পানির নিচ থেকে ছাড়িয়ে আনার জন্য সাগরে নামলে জোয়ারের স্রোতে ভেসে যান তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যান। পরে উদ্ধার কাজে যোগ দেন ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌবাহিনী। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়েও মরদেহটি উদ্ধার করতে না পেরে অভিযান স্থগিত করে ফিরে যান তাঁরা। কিন্তু রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় শ গজ উত্তরের একটি খালে মরদেহটি ভেসে উঠে।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, দুপুরে জোয়ারের সময় সাগরে নামায় স্রোতে ভেসে যান নুর উদ্দিন। এ সময় স্রোতের কারণে আমাদেরও উদ্ধার অভিযানে বেগ পেতে হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি।

সীতাকুণ্ড থানার ওসি মো.আবুল কালাম আজাদ বলেন, সাগরে আটকে যাওয়া বড়শি ছাড়িয়ে নিতে গিয়ে যুবকটি স্রোতের টানে ভেসে যায়। এরপর কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। রাত আটটার দিকে ওই যুবকের মরদেহ খালে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

অন্যদিকে আজ সোমবার সকাল ৬টায় আবুল কাশেম তার তিন বন্ধুকে নিয়ে উপজেলার ভাটিয়ারির বিএমএ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে টিকিট কেটে সানসেট পয়েন্টে বড়শি নিয়ে মাছ শিকারে যান। সকাল পৌনে ১০টায় আবুল কাশেমের বড়শিটি মাছের টানে ২৫ ফিট দূরে চলে যায়। পরে তিনি বড়শি উদ্ধারের জন্য লেকে নামেন। কিন্তু সেখানে তিনি তলিয়ে যান। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা বিএমএ কর্তৃপক্ষকে জানালে ডুবুরিরা এসে দুই ঘণ্টার চেষ্টায় পানি থেকে তার মরদেহটি উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত