দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। আজ শনিবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান শান্ত (২৫) ওই গ্রামের সরকার বাড়ির মো. জাকির হোসেনের ছেলে।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। তাঁরা হলেন মো. আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, ছিকাব আলম ও রাসেল মিয়া। তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বাড়িও নুরপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আজ বিকেলে নুরপুর গ্রামের সরকার বাড়ির মো. সাজিদুর রহমান সরকারের সঙ্গে হবির বাড়ির আল আমিনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে সাজিদকে ঘুষি দেন। সাজিদ কোমর থেকে ছুরি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
সাজিদকে থামাতে গিয়ে ছুরির এলোপাতাড়ি কোপে মেহেদী হাসান শান্তসহ পাঁচজন আহত হন। শান্তকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাস্তুরা জানান, পিঠের নিচে ছুরির আঘাত লাগায় শান্ত আগেই মারা গেছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আমি এখন ঘটনাস্থল আছি। ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করছি। শান্তের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
কুমিল্লার দেবিদ্বারে মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। আজ শনিবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান শান্ত (২৫) ওই গ্রামের সরকার বাড়ির মো. জাকির হোসেনের ছেলে।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। তাঁরা হলেন মো. আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, ছিকাব আলম ও রাসেল মিয়া। তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বাড়িও নুরপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আজ বিকেলে নুরপুর গ্রামের সরকার বাড়ির মো. সাজিদুর রহমান সরকারের সঙ্গে হবির বাড়ির আল আমিনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে সাজিদকে ঘুষি দেন। সাজিদ কোমর থেকে ছুরি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
সাজিদকে থামাতে গিয়ে ছুরির এলোপাতাড়ি কোপে মেহেদী হাসান শান্তসহ পাঁচজন আহত হন। শান্তকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাস্তুরা জানান, পিঠের নিচে ছুরির আঘাত লাগায় শান্ত আগেই মারা গেছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আমি এখন ঘটনাস্থল আছি। ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করছি। শান্তের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৭ মিনিট আগে