Ajker Patrika

নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৩: ৫৯
নোয়াখালীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে নোয়াখালীর আটটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় ২০ লাখের বেশি মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার প্রায় ৩৮৮টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। 

এদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় বেশির ভাগ এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিছেন এলাকাবাসী। 

বেশির ভাগ বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যাকবলিত লোকজন পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া অনেকেই বহুতল ভবনে থাকেন এমন আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে গিয়ে উঠেছেন। 

আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের অভিযোগ, সরকারিভাবে তাঁদের খাদ্যসহ পর্যাপ্ত সহযোগিতা করা হচ্ছে না। তবে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা লোকজন ও সংগঠনের সহযোগিতায় আশ্রয় নেওয়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে ৪ হাজার ৬৮৬ হেক্টর আমনের বীজতলা, আবাদ করা আমনের ক্ষতি হয়েছে ২৬ হাজার ৯০০ হেক্টর। এ ছাড়া আবাদ করা আউশের খেত নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৩৭৭ হেক্টর জমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত