চবি সংবাদদাতা
তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। হামলার শিকার শিক্ষার্থীর নাম সুলতানুল আরেফিন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা বন্ধ ফটকের সামনে এ ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন। প্রায় ১১ ঘণ্টা প্রধান ফটক বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে গেট খুলে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘স্থানীয়রা মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ সংশ্লিষ্ট পোস্টার দেখা যায়।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর মধ্যরাত দেড়টায় প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধুরা প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও প্রশাসনের সহযোগিতা না করার অভিযোগে মূল ফটল তালাবদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ১১ ঘণ্টা পরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে চলমান সমস্যা সমাধান ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আশ্বাস দিলে মূল ফটকের তালা খুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মারধরের শিকার রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, ‘আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সিএনজিচালিত একটা অটোরিকশা আমার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। তখন অটোরিকশা ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাগ্বিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।’
এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডির একটা অংশ চারুকলায় একটি কাজে ব্যস্ত ছিল। এর মধ্যেই উপ-উপাচার্য ঘটনাস্থলে গিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার করব।’
তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। হামলার শিকার শিক্ষার্থীর নাম সুলতানুল আরেফিন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সকাল থেকেই শিক্ষার্থীরা বন্ধ ফটকের সামনে এ ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন। প্রায় ১১ ঘণ্টা প্রধান ফটক বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে গেট খুলে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘স্থানীয়রা মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ সংশ্লিষ্ট পোস্টার দেখা যায়।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর মধ্যরাত দেড়টায় প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধুরা প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও প্রশাসনের সহযোগিতা না করার অভিযোগে মূল ফটল তালাবদ্ধ করেন শিক্ষার্থীরা। প্রায় ১১ ঘণ্টা পরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে চলমান সমস্যা সমাধান ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলার আশ্বাস দিলে মূল ফটকের তালা খুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মারধরের শিকার রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, ‘আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সিএনজিচালিত একটা অটোরিকশা আমার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। তখন অটোরিকশা ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাগ্বিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।’
এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল বডির একটা অংশ চারুকলায় একটি কাজে ব্যস্ত ছিল। এর মধ্যেই উপ-উপাচার্য ঘটনাস্থলে গিয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার করব।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩১ মিনিট আগে