চাঁদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত। মুসল্লিরা যখন মসজিদে ইবাদতে ব্যস্ত তখন থানার সামনে ঘুরছিলেন ৮০ বছর বয়সী বেলাল আহমেদ। সঙ্গে ছিলেন ৭০ বছরের স্ত্রী সুরাইয়া বেগম। ছেলে ও পুত্রবধূ তাঁদের ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দিয়েছেন। রাতেই এ ঘটনায় থানায় মামলা হলে ছেলে শাহিনকে (৫৩) গ্রেপ্তার করে পুলিশ।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-মাকে ভরণপোষণ আইনে মায়ের করা মামলায় আজ সোমবার সকালে গ্রেপ্তার শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বেলাল আহমেদ ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। তাঁরা বয়োবৃদ্ধ হওয়ায় বাড়িতে তেমন কোনো কাজ করতে পারেন না। রোজগার করতে না পারায় তাঁদের বড় ছেলে শাহিন ও তাঁর স্ত্রী সোনিয়া সুলতানা দীর্ঘদিন ধরে ভরণপোষণ ও চিকিৎসার খরচ বন্ধ করে দেন।
তাঁদের ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টাও চালিয়ে আসছিলেন। গতকাল শবে বরাতের দিন বেলা ১১টার দিকে শাহিন ও তাঁর স্ত্রী বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দেন। এ ঘটনায় মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বৃদ্ধ ও তাঁর স্ত্রীকে ঘরে পুনরায় বসবাসের ব্যবস্থা করে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী দম্পতির আরেক ছেলে সাঈদ আলী স্বপন বলেন, ‘আমার বড় ভাই শাহিন ছোট দুই ভাই রেদোয়ান হোসেন রিপন ও ফারুক হোসেনের বিরুদ্ধে নিজের স্ত্রীকে দিয়ে মামলা করে জেলে দিয়েছে। পরে তারা বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দিয়েছে।’
ভুক্তভোগী বৃদ্ধ বেলাল আহমেদ বলেন, ‘আমার বড় ছেলে ও তার স্ত্রী আমাদের ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দিয়েছে। আমি এর বিচার চাইতে থানায় যাই।’
বেলাল আহমেদের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, ‘সাত-আট বছর ধরে আমার বড় ছেলে, পুত্রবধূ ও নাতি খুব অত্যাচার চালায়। তারা আমাদের ভরণপোষণ দেয় না। কাল ঘর থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দিয়েছে। এ নিয়ে আগেও অনেক দেন-দরবার হয়েছে।’
তিনি আরও জানান, যে দুই ছেলে তাঁদের দেখভাল করে, বড় ছেলে ষড়যন্ত্র করে তাঁদের মামলা দিয়ে জেলে দিয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দেওয়ার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। বৃদ্ধ দম্পতিকে ঘরে ওঠানোর ব্যবস্থা করা হয়েছে।
শাহরাস্তি থানা এলাকায় কোথাও সন্তানের থেকে বয়স্ক বাবা-মায়ের অবহেলার খবর পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত। মুসল্লিরা যখন মসজিদে ইবাদতে ব্যস্ত তখন থানার সামনে ঘুরছিলেন ৮০ বছর বয়সী বেলাল আহমেদ। সঙ্গে ছিলেন ৭০ বছরের স্ত্রী সুরাইয়া বেগম। ছেলে ও পুত্রবধূ তাঁদের ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দিয়েছেন। রাতেই এ ঘটনায় থানায় মামলা হলে ছেলে শাহিনকে (৫৩) গ্রেপ্তার করে পুলিশ।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামে এ ঘটনা ঘটে। বাবা-মাকে ভরণপোষণ আইনে মায়ের করা মামলায় আজ সোমবার সকালে গ্রেপ্তার শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বেলাল আহমেদ ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। তাঁরা বয়োবৃদ্ধ হওয়ায় বাড়িতে তেমন কোনো কাজ করতে পারেন না। রোজগার করতে না পারায় তাঁদের বড় ছেলে শাহিন ও তাঁর স্ত্রী সোনিয়া সুলতানা দীর্ঘদিন ধরে ভরণপোষণ ও চিকিৎসার খরচ বন্ধ করে দেন।
তাঁদের ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টাও চালিয়ে আসছিলেন। গতকাল শবে বরাতের দিন বেলা ১১টার দিকে শাহিন ও তাঁর স্ত্রী বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দেন। এ ঘটনায় মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে পুলিশ শাহিনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বৃদ্ধ ও তাঁর স্ত্রীকে ঘরে পুনরায় বসবাসের ব্যবস্থা করে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী দম্পতির আরেক ছেলে সাঈদ আলী স্বপন বলেন, ‘আমার বড় ভাই শাহিন ছোট দুই ভাই রেদোয়ান হোসেন রিপন ও ফারুক হোসেনের বিরুদ্ধে নিজের স্ত্রীকে দিয়ে মামলা করে জেলে দিয়েছে। পরে তারা বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দিয়েছে।’
ভুক্তভোগী বৃদ্ধ বেলাল আহমেদ বলেন, ‘আমার বড় ছেলে ও তার স্ত্রী আমাদের ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দিয়েছে। আমি এর বিচার চাইতে থানায় যাই।’
বেলাল আহমেদের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, ‘সাত-আট বছর ধরে আমার বড় ছেলে, পুত্রবধূ ও নাতি খুব অত্যাচার চালায়। তারা আমাদের ভরণপোষণ দেয় না। কাল ঘর থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দিয়েছে। এ নিয়ে আগেও অনেক দেন-দরবার হয়েছে।’
তিনি আরও জানান, যে দুই ছেলে তাঁদের দেখভাল করে, বড় ছেলে ষড়যন্ত্র করে তাঁদের মামলা দিয়ে জেলে দিয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দেওয়ার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। বৃদ্ধ দম্পতিকে ঘরে ওঠানোর ব্যবস্থা করা হয়েছে।
শাহরাস্তি থানা এলাকায় কোথাও সন্তানের থেকে বয়স্ক বাবা-মায়ের অবহেলার খবর পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
গতকাল দুপুরে প্রায় ১৬০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান বর বেলাল। বৃষ্টিবাদলের মধ্যে বরযাত্রীদের দুপুরের খাবার খাওয়ানোর আয়োজন চলছিল।
১৪ মিনিট আগেপুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত বুধবার দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখান সাগর মিয়া (২৭)। পরে কৌশলে তাকে ডেমরার করিম কলোনির এক পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
১ ঘণ্টা আগেপূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমের চরসংলগ্ন সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়া, শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের অভিযোগ তুলে শহীদ মিনারে আমরণ অনশনে বসেন কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান। তাঁর সঙ্গে বসেন শিক্ষকেরাও। আজ শনিবার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ব্যানার টানিয়ে অনশনে বসেন
২ ঘণ্টা আগে