ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দিয়েছেন পাওনাদারেরা। তাঁরা প্রায় ১২ ঘণ্টা কফিন অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দেনা পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর তাঁরা লাশ দাফনের অনুমতি দেন।
উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যবসায়ী মো. হুমায়ুন কবির (৩৮) ওই এলাকার আবুল হোসেন শেখের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যান।
হুমায়ুনের স্ত্রী শারমিন আক্তার জানান, তাঁর স্বামী স্থানীয় শাহী বাজারে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। এতে ২৫-৩০ জন কাজ করতেন। সাত বছর আগে হুমায়ুনের মেয়ে আসমা আক্তার মিলি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়। ব্যবসা পরিচালনা ও মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন স্বজন ও এনজিও থেকে হুমায়ুন ঋণ নেন। পরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে তাঁকে ব্যবসা বন্ধ করে দিতে হয়। গ্রাহকদের কাছে তিনি ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা পেলেও করোনার অজুহাতে কেউ টাকা দেননি। অন্যদিকে পাওনাদারেরা টাকার জন্য চাপ দিতে থাকেন।
উপায় না পেয়ে হুমায়ুন চার বছর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান। কিন্তু সেখানেও ভালো কিছু করতে না পেরে কয়েক মাস আগে দেশে চলে এসে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতে শুরু করেন। গত সোমবার বিকেলে তিনি হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন বেলা ১১টার দিকে তিনি মারা যান।
শারমিন বলেন, ‘রাতেই স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে এলে পাওনাদারদের বাধার মুখে পড়তে হয়। আমার স্বামীর কোটি টাকার মতো দেনা থাকলেও তাঁর গ্রাহকদের কাছে ৩ কোটি টাকার মতো পাওনাও রয়েছে। সবার সহযোগিতায় আমাদের টাকাগুলো উত্তোলন করতে পারলে আমার স্বামীর দেনাগুলো পরিশোধ ও শিশুসন্তানদের নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। অন্যথায় মরণ ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’
পাওনাদার রুবেল, বাদশা মিয়া, জসিমসহ আরও অনেকে জানান, হুমায়ুন তাঁদের কাছ থেকে টাকা নিয়ে আর দেননি। তিনি গত পাঁচ বছরের মতো পালিয়ে বেড়িয়েছেন। তাই তাঁরা লাশ দাফনে বাধা দিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘পাওনাদারদের আপত্তির মুখে মো. হুমায়ুন কবিরের মরদেহ দাফনে বিলম্ব হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে তাঁর স্ত্রী টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘বিষয়টি দুঃখজনক। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
চাঁদপুরের ফরিদগঞ্জে এক ব্যবসায়ীর লাশ দাফনে বাধা দিয়েছেন পাওনাদারেরা। তাঁরা প্রায় ১২ ঘণ্টা কফিন অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দেনা পরিশোধের প্রতিশ্রুতি পাওয়ার পর তাঁরা লাশ দাফনের অনুমতি দেন।
উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যবসায়ী মো. হুমায়ুন কবির (৩৮) ওই এলাকার আবুল হোসেন শেখের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যান।
হুমায়ুনের স্ত্রী শারমিন আক্তার জানান, তাঁর স্বামী স্থানীয় শাহী বাজারে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। এতে ২৫-৩০ জন কাজ করতেন। সাত বছর আগে হুমায়ুনের মেয়ে আসমা আক্তার মিলি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়। ব্যবসা পরিচালনা ও মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন স্বজন ও এনজিও থেকে হুমায়ুন ঋণ নেন। পরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে তাঁকে ব্যবসা বন্ধ করে দিতে হয়। গ্রাহকদের কাছে তিনি ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা পেলেও করোনার অজুহাতে কেউ টাকা দেননি। অন্যদিকে পাওনাদারেরা টাকার জন্য চাপ দিতে থাকেন।
উপায় না পেয়ে হুমায়ুন চার বছর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান। কিন্তু সেখানেও ভালো কিছু করতে না পেরে কয়েক মাস আগে দেশে চলে এসে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতে শুরু করেন। গত সোমবার বিকেলে তিনি হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন বেলা ১১টার দিকে তিনি মারা যান।
শারমিন বলেন, ‘রাতেই স্বামীর মরদেহ বাড়িতে নিয়ে এলে পাওনাদারদের বাধার মুখে পড়তে হয়। আমার স্বামীর কোটি টাকার মতো দেনা থাকলেও তাঁর গ্রাহকদের কাছে ৩ কোটি টাকার মতো পাওনাও রয়েছে। সবার সহযোগিতায় আমাদের টাকাগুলো উত্তোলন করতে পারলে আমার স্বামীর দেনাগুলো পরিশোধ ও শিশুসন্তানদের নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। অন্যথায় মরণ ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’
পাওনাদার রুবেল, বাদশা মিয়া, জসিমসহ আরও অনেকে জানান, হুমায়ুন তাঁদের কাছ থেকে টাকা নিয়ে আর দেননি। তিনি গত পাঁচ বছরের মতো পালিয়ে বেড়িয়েছেন। তাই তাঁরা লাশ দাফনে বাধা দিয়েছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘পাওনাদারদের আপত্তির মুখে মো. হুমায়ুন কবিরের মরদেহ দাফনে বিলম্ব হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরে তাঁর স্ত্রী টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘বিষয়টি দুঃখজনক। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে