চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় নৌকা ডুবে মাঝিসহ ছয়জন নিখোঁজ হন। তাঁদের মধ্যে চারজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন উম্মে হানিয়া ফাহিমা (২১) নামে এক নববধূ ও তাঁর আত্মীয় সেতু (৩০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌভ্রমণে বেরিয়ে শহরের পুরান বাজার থেকে বড় স্টেশন মোলহেডে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার মাঝি ছাড়াও আছেন ফাহিমার স্বামী নাঈম খান (৩৫), তাঁর বন্ধু মো. মাজহারুল (৩৩) ও আত্মীয় মুনিয়া (২৬)। নিখোঁজ সেতু ছাড়া বাকিদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির এলাকায়। সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা।
উদ্ধার হওয়া নাঈম, মো. মাজহারুল ও মুনিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাঁরা আশঙ্কামুক্ত।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগে তাঁর ছেলে দক্ষিণ কোরিয়া থেকে এসে বিয়ে করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলেন। শহরের পুরান বাজার থেকে নৌকায় বড় স্টেশন মোলহেডে আসার সময় নদীর স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। সাজানো সংসার শেষ হয়ে গেল বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নৌকায় মাঝিসহ ছয়জন ছিলেন। এর মধ্যে দুজন নিখোঁজ এবং চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্ট গার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনায় মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নববধূসহ এখনো দুজন নিখোঁজ রয়েছেন।’
চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় নৌকা ডুবে মাঝিসহ ছয়জন নিখোঁজ হন। তাঁদের মধ্যে চারজন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন উম্মে হানিয়া ফাহিমা (২১) নামে এক নববধূ ও তাঁর আত্মীয় সেতু (৩০)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নৌভ্রমণে বেরিয়ে শহরের পুরান বাজার থেকে বড় স্টেশন মোলহেডে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নৌকার মাঝি ছাড়াও আছেন ফাহিমার স্বামী নাঈম খান (৩৫), তাঁর বন্ধু মো. মাজহারুল (৩৩) ও আত্মীয় মুনিয়া (২৬)। নিখোঁজ সেতু ছাড়া বাকিদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির এলাকায়। সেতু চাঁদপুর শহরের নাজিরপাড়ার বাসিন্দা।
উদ্ধার হওয়া নাঈম, মো. মাজহারুল ও মুনিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাঁরা আশঙ্কামুক্ত।
নাঈমের বাবা জাহাঙ্গীর আলম খান জানান, দুই মাস আগে তাঁর ছেলে দক্ষিণ কোরিয়া থেকে এসে বিয়ে করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা নৌকা ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলেন। শহরের পুরান বাজার থেকে নৌকায় বড় স্টেশন মোলহেডে আসার সময় নদীর স্রোতের মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। সাজানো সংসার শেষ হয়ে গেল বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
চাঁদপুর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ওই নৌকায় মাঝিসহ ছয়জন ছিলেন। এর মধ্যে দুজন নিখোঁজ এবং চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্ট গার্ড চেষ্টা অব্যাহত রেখেছে।
কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার এম শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের ডুবুরি দল মেঘনায় মোহনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নববধূসহ এখনো দুজন নিখোঁজ রয়েছেন।’
নীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৯ মিনিট আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
৪৩ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে