ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বোরহান উদ্দিন পেশায় মসজিদের ইমাম। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের চাকরি করেছেন তিনি। যেখানে চাকরি করেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারেও ছিলেন টানা ১১ মাস। গত ৬ ফেব্রুয়ারি এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। পালিয়ে গিয়ে রেহাই পেলেন না, আটকা পড়লেন র্যাবের ফাঁদে।
আজ শুক্রবার হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ এর সদস্যরা। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করেন বোরহান উদ্দিন। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তার পরিবার থেকে র্যাবের কাছে বিষয়টি জানান হয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে র্যাব। অবশেষে ঘটনার ১০ দিন পর র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী বোরহান উদ্দিন ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের বাবা। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আখাউড়া থানা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ১১ মাস কারাভোগ করে তিনি সম্প্রতি জামিনে বের হয়ে আবারও অপকর্ম শুরু করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরও বলেন, ‘সদর উপজেলার একটি স্কুলে অপহৃত ওই স্কুলছাত্রী পড়াশোনা করত। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানান ভাবে ওই স্কুলছাত্রীকে ফুসলানোর চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনার মামলার আসামি বোরহান উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব।’
বোরহান উদ্দিন পেশায় মসজিদের ইমাম। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের চাকরি করেছেন তিনি। যেখানে চাকরি করেন সেখানেই অভিযুক্ত হয়েছেন অপহরণ ও ধর্ষণের ঘটনায়। একাধিক মামলা চলমান রয়েছে। কারাগারেও ছিলেন টানা ১১ মাস। গত ৬ ফেব্রুয়ারি এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। পালিয়ে গিয়ে রেহাই পেলেন না, আটকা পড়লেন র্যাবের ফাঁদে।
আজ শুক্রবার হবিগঞ্জের সুবিদপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ এর সদস্যরা। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার বোরহান উদ্দিন জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সিপিসি-১ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী থেকে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে অপহরণ করেন বোরহান উদ্দিন। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তার পরিবার থেকে র্যাবের কাছে বিষয়টি জানান হয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান শুরু করে র্যাব। অবশেষে ঘটনার ১০ দিন পর র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী বোরহান উদ্দিন ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বোরহান উদ্দিনের বিবাহিত ও তিন সন্তানের বাবা। তিনি একজন লেবাসধারী ইমাম। তার বিরুদ্ধে এর আগেও ১০ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ছাড়া আখাউড়া থানা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে ধর্ষণ-অপহরণের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। ১১ মাস কারাভোগ করে তিনি সম্প্রতি জামিনে বের হয়ে আবারও অপকর্ম শুরু করেন।
লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আরও বলেন, ‘সদর উপজেলার একটি স্কুলে অপহৃত ওই স্কুলছাত্রী পড়াশোনা করত। একসময় ওই এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন বোরহান উদ্দিন। সে সময় থেকে নানান ভাবে ওই স্কুলছাত্রীকে ফুসলানোর চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় গ্রেপ্তার বোরহান উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনার মামলার আসামি বোরহান উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব।’
মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গাছ কাটার আগে কোনো মিটিং বা রেজুলেশন হয়নি। জানা গেছে, গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে থাকা প্রায় ৩৫-৪০ বছরের পুরাতন আমগাছসহ কয়েকটি গাছ
১৯ মিনিট আগেখাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলমান রয়েছে। এদিকে জেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। অভ্যন্তরীণ সড়কগুলোতে অল্পসংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে।
২৩ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক স্কুলছাত্র বানিয়েছেন ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট। ১৭ বছরের রাহাদ খন্দকারের বানানো এই স্পিডবোট এখন চলছে ব্রহ্মপুত্র নদে। এতে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির মডেল ধরে তৈরি করা এই নৌযানে একসঙ্গে পাঁচজন বসতে পারেন।
২৮ মিনিট আগেকক্সবাজার সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াতের যুব শাখার ওয়ার্ড সেক্রেটারি আমজাদ হোসেন (২৪) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে।
৩৭ মিনিট আগে