ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল।
গতকাল শুক্রবার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি ও দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি পুষ্প আক্তার, সহসভাপতি আয়েশা সিদ্দিকা পান্না, মুক্তা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান তনু, নাজনিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।
এ বিষয়ে সভাপতি কনিকা আক্তার বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সবকিছু করতে পারে। এ ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, ‘চালতপাড় কলেজে নারী শিক্ষার্থীরা তাঁদের দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জুলাই ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিলেন। সাংগঠনিক কাজে মেয়েরাই এগিয়ে আছেন। যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি তখন মেয়েরাই প্রথম নিয়েছিল। তাই দক্ষতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল।
গতকাল শুক্রবার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি ও দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি পুষ্প আক্তার, সহসভাপতি আয়েশা সিদ্দিকা পান্না, মুক্তা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান তনু, নাজনিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।
এ বিষয়ে সভাপতি কনিকা আক্তার বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সবকিছু করতে পারে। এ ছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, ‘চালতপাড় কলেজে নারী শিক্ষার্থীরা তাঁদের দক্ষতার সঙ্গে কাজ করেছেন। জুলাই ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রমে নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিলেন। সাংগঠনিক কাজে মেয়েরাই এগিয়ে আছেন। যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি তখন মেয়েরাই প্রথম নিয়েছিল। তাই দক্ষতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়েছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল লেংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেচট্টগ্রামে জাল সনদ ও ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে একাধিক স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা বোর্ড।
১৪ মিনিট আগেষাটোর্ধ্ব মানিক মিয়া সারা রাত কাটিয়ে দেন ডিলার পয়েন্টের দরজায়। চোখে ঘুম নেই, মুখে কষ্টের রেখা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ফজরের আজানের পর এসেছিলাম, কিন্তু আটা পাইনি। তাই আজ রাত ৯টা থেকে এখানে পড়ে আছি। আটা নিয়েই বাড়ি ফিরব।’
১৮ মিনিট আগেমুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার পর লাশ গুম করার অপরাধে অপর একটি ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে
২২ মিনিট আগে