মো. মনসুর আলী, সরাইল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি হাওরাঞ্চলের প্রসূতিদের বিপদের দিনে একমাত্র আপন ঠিকানা। কেন্দ্রটির ১৫ কিলোমিটারের মধ্যে আর কোনো প্রসূতি সেবাকেন্দ্র নেই। হঠাৎ কোনো প্রসূতি মায়ের সমস্যা দেখা দিলে ১৫ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা বা জেলা সদর হাসপাতালে যেতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় ১৯৮০ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটিতে চিকিৎসাসেবা দিচ্ছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ঝুমা আক্তার। ঝুমা আক্তার আসার পর বদলে যায় এর সেবা কার্যক্রম। স্বল্প সময়ের মধ্যে পরিবার কল্যাণকেন্দ্রটিকে প্রসূতিদের কাছে নিরাপদ সন্তান প্রসবের এক আপন ঠিকানায় পরিণত করে তুলেছেন তিনি। এরই মধ্যে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছে উপজেলাসহ আশপাশের এলাকায়। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটি শুধু এই ইউনিয়নে সীমাবদ্ধ নেই। পাকশিমুল, চাতলপাড়, চুন্টা ইউনিয়নের প্রসূতি মায়েরা চিকিৎসাসেবা নিতে আসছেন।
হাওরাঞ্চলের প্রসূতিদের রাতদিন সেবা দিয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা ঝুমা আক্তার চাকরিজীবনের আট বছরে চারবার উপজেলার শ্রেষ্ঠ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন। গত মে মাসে ১৪ জন মায়ের স্বাভাবিক প্রসব করিয়েছেন তিনি। এ ছাড়া ২০১৯ সালে তাঁর কর্মদক্ষতার কারণে অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটিও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।
এ বিষয়ে ঝুমা আক্তার জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করালে মা ও শিশু উভয়ের জীবনই ঝুঁকিতে থাকে। এ জন্য প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে তিনি সিজার ছাড়াই স্বাভাবিক প্রসবে শিশু জন্মের কাজ করছেন।
পাকশিমুল এলাকার কুতুব আলী জানান, হঠাৎ শেষ রাতে তাঁর স্ত্রীর প্রসব বেদনা ওঠে। জেলা সদরে যেতে দুই ঘণ্টা লাগবে, তাই অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই কেন্দ্র ছাড়া অন্য কোথাও হলে প্রসব ও পরবর্তী খরচ নিম্নে ২৫ হাজার টাকা লাগত। অথচ এখানে বিনা টাকায় সবকিছু মিটে যাওয়ায় বেজায় খুশি তিনি।
উপজেলা ফতেপুর এলাকা থেকে আসা হাদিসা বেগম জানান, লোকমুখে শুনে অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে আসেন তিনি। কোনো ধরনের সিজার ছাড়াই তাঁর স্বাভাবিক প্রসব হয়। বর্তমানে মা-সন্তান দুজনই ভালো আছে।
এ ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি হাওরাঞ্চলের প্রসূতি মায়েদের বিপদের সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র। এখানে বিনা মূল্যে স্বাভাবিক প্রসবসেবা দেওয়া হয়। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি না থাকলে বহু অসহায় গরিব প্রসূতি মা উপজেলা ও জেলা সদর হাসপাতালে নেওয়ার আগেই মারা যেতেন।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সেবা কার্যক্রম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাসে ২৫ জন প্রসূতি মায়ের সিজার ছাড়াই সন্তান প্রসব করানো হয়েছে। গর্ভবতী মায়েদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, সে বিষয়ে খুবই সতর্ক রয়েছি। ইউনিয়নভিত্তিক প্রতিটি কেন্দ্রে দিনে দিনে বাড়ছে চিকিৎসাসেবা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি হাওরাঞ্চলের প্রসূতিদের বিপদের দিনে একমাত্র আপন ঠিকানা। কেন্দ্রটির ১৫ কিলোমিটারের মধ্যে আর কোনো প্রসূতি সেবাকেন্দ্র নেই। হঠাৎ কোনো প্রসূতি মায়ের সমস্যা দেখা দিলে ১৫ থেকে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা বা জেলা সদর হাসপাতালে যেতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় ১৯৮০ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটিতে চিকিৎসাসেবা দিচ্ছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ঝুমা আক্তার। ঝুমা আক্তার আসার পর বদলে যায় এর সেবা কার্যক্রম। স্বল্প সময়ের মধ্যে পরিবার কল্যাণকেন্দ্রটিকে প্রসূতিদের কাছে নিরাপদ সন্তান প্রসবের এক আপন ঠিকানায় পরিণত করে তুলেছেন তিনি। এরই মধ্যে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছে উপজেলাসহ আশপাশের এলাকায়। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটি শুধু এই ইউনিয়নে সীমাবদ্ধ নেই। পাকশিমুল, চাতলপাড়, চুন্টা ইউনিয়নের প্রসূতি মায়েরা চিকিৎসাসেবা নিতে আসছেন।
হাওরাঞ্চলের প্রসূতিদের রাতদিন সেবা দিয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা ঝুমা আক্তার চাকরিজীবনের আট বছরে চারবার উপজেলার শ্রেষ্ঠ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন। গত মে মাসে ১৪ জন মায়ের স্বাভাবিক প্রসব করিয়েছেন তিনি। এ ছাড়া ২০১৯ সালে তাঁর কর্মদক্ষতার কারণে অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটিও উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।
এ বিষয়ে ঝুমা আক্তার জানান, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করালে মা ও শিশু উভয়ের জীবনই ঝুঁকিতে থাকে। এ জন্য প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে তিনি সিজার ছাড়াই স্বাভাবিক প্রসবে শিশু জন্মের কাজ করছেন।
পাকশিমুল এলাকার কুতুব আলী জানান, হঠাৎ শেষ রাতে তাঁর স্ত্রীর প্রসব বেদনা ওঠে। জেলা সদরে যেতে দুই ঘণ্টা লাগবে, তাই অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই কেন্দ্র ছাড়া অন্য কোথাও হলে প্রসব ও পরবর্তী খরচ নিম্নে ২৫ হাজার টাকা লাগত। অথচ এখানে বিনা টাকায় সবকিছু মিটে যাওয়ায় বেজায় খুশি তিনি।
উপজেলা ফতেপুর এলাকা থেকে আসা হাদিসা বেগম জানান, লোকমুখে শুনে অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে আসেন তিনি। কোনো ধরনের সিজার ছাড়াই তাঁর স্বাভাবিক প্রসব হয়। বর্তমানে মা-সন্তান দুজনই ভালো আছে।
এ ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি হাওরাঞ্চলের প্রসূতি মায়েদের বিপদের সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র। এখানে বিনা মূল্যে স্বাভাবিক প্রসবসেবা দেওয়া হয়। এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি না থাকলে বহু অসহায় গরিব প্রসূতি মা উপজেলা ও জেলা সদর হাসপাতালে নেওয়ার আগেই মারা যেতেন।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সেবা কার্যক্রম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাসে ২৫ জন প্রসূতি মায়ের সিজার ছাড়াই সন্তান প্রসব করানো হয়েছে। গর্ভবতী মায়েদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, সে বিষয়ে খুবই সতর্ক রয়েছি। ইউনিয়নভিত্তিক প্রতিটি কেন্দ্রে দিনে দিনে বাড়ছে চিকিৎসাসেবা।
বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন শেষে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। তাঁর স্বজনদের অভিযোগ, চাষের জন্য তরমুজ খেত না দেওয়ায় পরিকল
২২ মিনিট আগেসিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানের পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
২৪ মিনিট আগেমৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি চা-বাগানের নালা থেকে রামবচন গোয়ালা নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
৪৩ মিনিট আগেঘটনা সম্পর্কে জামাল মার্কেটের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, মদিনা রেস্টুরেন্টে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। হোটেলমালিককে কয়েক দফা নিষেধ করা হলেও অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডারের চুলা বসিয়ে রান্নার কাজ করা হতো। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে...
১ ঘণ্টা আগে