নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শিশুর মরদেহ আটকে রেখে পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ২০ হাজার টাকা দাবি করে ৮ হাজার টাকায় রফা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) কাঞ্চন কুমার সিংহের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, গতকাল দুপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে পরে আরিফা আক্তার নামে ১৫ মাস বয়সী এক শিশু মারা যায়। পরে শিশুটির মা মারুফা বেগম স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসে। বিকেলের দিকে শিশুটির মরদেহ দাফন করতে গেলে পুলিশ এসে বাধা দেয়। নিহত শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকলেও পুলিশ ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে বাধা দেওয়ায় বিপাকে পড়ে নিহতের পরিবার। পরে চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ ২০ হাজার টাকার বিনিময়ে মরদেহ ময়নাতদন্ত না করে দাফন করার অনুমতি দেবেন বলে শিশুটির পরিবারকে জানায়। পরে ওই পরিবারটি আট হাজার টাকা দিয়ে মরদেহ দাফনের অনুমতি পায়।
নিহতের চাচা মো. বোরহান মিয়া অভিযোগ করে বলেন, “বাজারে থেকে কাফনের কাপড় নিয়ে এসে দেখি বাড়িতে ৫ জন পুলিশ। তারা লাশের ময়নাতদন্ত করতে বলে। তখন আমরা বলি আমাদের সন্তান পানিতে ডুবে মারা গেছে। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। তাহলে কেন লাশ ময়নাতদন্ত করতে হবে? তখন চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বলেন-‘ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা যাবে না। কিছুক্ষণ পর ওই কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্ত করতে ২০ হাজার টাকা লাগে। আমাদের ১৫ হাজার টাকা দিয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না।’ পরে তাঁর হাতে ৮ হাজার টাকা আমি নিজ হাতে দেই। সে সময় সাবেক ইউপি সদস্য শাফি মাহমুদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিল। ”
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য শাফি মাহমুদ বলেন, ‘পরিবারটি পরে আমার কাছে এসেছিল। পরিবারটি গরিব বিধায় আমি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহকে ফোন করে বলি, পরিবারটি খুবই গরিব। আপনারাতো বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা কামান। এদের টাকাটা ফেরত দিয়ে দেন। তখন ওই কর্মকর্তা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহের দাবি, লাশের সুরতহাল রিপোর্টের কাগজ নাসিরনগর সদরে পাঠাতে নৌকা ভাড়া বাবদ এক হাজার টাকা নেওয়া হয়েছে। আট হাজার টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, যদি টাকা নেওয়ার বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে এটি পুলিশের জন্য লজ্জার এবং খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুর মরদেহ আটকে রেখে পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ২০ হাজার টাকা দাবি করে ৮ হাজার টাকায় রফা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) কাঞ্চন কুমার সিংহের বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, গতকাল দুপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে পরে আরিফা আক্তার নামে ১৫ মাস বয়সী এক শিশু মারা যায়। পরে শিশুটির মা মারুফা বেগম স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসে। বিকেলের দিকে শিশুটির মরদেহ দাফন করতে গেলে পুলিশ এসে বাধা দেয়। নিহত শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকলেও পুলিশ ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে বাধা দেওয়ায় বিপাকে পড়ে নিহতের পরিবার। পরে চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ ২০ হাজার টাকার বিনিময়ে মরদেহ ময়নাতদন্ত না করে দাফন করার অনুমতি দেবেন বলে শিশুটির পরিবারকে জানায়। পরে ওই পরিবারটি আট হাজার টাকা দিয়ে মরদেহ দাফনের অনুমতি পায়।
নিহতের চাচা মো. বোরহান মিয়া অভিযোগ করে বলেন, “বাজারে থেকে কাফনের কাপড় নিয়ে এসে দেখি বাড়িতে ৫ জন পুলিশ। তারা লাশের ময়নাতদন্ত করতে বলে। তখন আমরা বলি আমাদের সন্তান পানিতে ডুবে মারা গেছে। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। তাহলে কেন লাশ ময়নাতদন্ত করতে হবে? তখন চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বলেন-‘ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা যাবে না। কিছুক্ষণ পর ওই কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্ত করতে ২০ হাজার টাকা লাগে। আমাদের ১৫ হাজার টাকা দিয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না।’ পরে তাঁর হাতে ৮ হাজার টাকা আমি নিজ হাতে দেই। সে সময় সাবেক ইউপি সদস্য শাফি মাহমুদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিল। ”
অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য শাফি মাহমুদ বলেন, ‘পরিবারটি পরে আমার কাছে এসেছিল। পরিবারটি গরিব বিধায় আমি চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহকে ফোন করে বলি, পরিবারটি খুবই গরিব। আপনারাতো বিভিন্ন জায়গা থেকে অনেক টাকা কামান। এদের টাকাটা ফেরত দিয়ে দেন। তখন ওই কর্মকর্তা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহের দাবি, লাশের সুরতহাল রিপোর্টের কাগজ নাসিরনগর সদরে পাঠাতে নৌকা ভাড়া বাবদ এক হাজার টাকা নেওয়া হয়েছে। আট হাজার টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, যদি টাকা নেওয়ার বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে এটি পুলিশের জন্য লজ্জার এবং খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যাওয়ার ঘটনায় বিকল্প পদ্ধতিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর এ কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩৭ মিনিট আগেআজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সুলতান মার্কেট এলাকার কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধোঁয়া দেখা গেলে কারখানার নিজস্ব অগ্নিনিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
১ ঘণ্টা আগেআনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার জ্ঞাত আয়-বহির্ভূত এক টাকার সম্পদ অর্জনের প্রমাণ বের করতে পারলে আমি সঙ্গে সঙ্গে সেই সম্পদ লিখে দেব। আমাকে ভয় দেখাতে এসব নাটক মঞ্চস্থ করছে। আমি বাংলাদেশ তথা সিলেটের মানুষের কল্যাণে কাজ করছি। আমৃত্যু করে যাব। সুতরাং, ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না।’
১ ঘণ্টা আগেঅগ্রণী ব্যাংকের ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে নুরজাহান গ্রুপের চার কর্ণধারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল।
১ ঘণ্টা আগে