কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে ঘরে গাছ ভেঙে পড়ে জয়নাল আবেদীন (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এতে আহত হয়েছে তাঁর স্ত্রী নিপা আক্তার (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সমবেদনা জানাতে নিহতের বাড়িতে যান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ও পৌর মেয়র মো. গোলাম হাক্কানী।
নিহতের এক স্বজন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে ছোট দোচালা টিনের ঘরে ঘুমিয়ে পড়ে জয়নাল ও তাঁর স্ত্রী নিপা আক্তার। রাতে হালকা বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার গতি বেড়ে যায়। রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী চাপা পড়েন। চাপা পড়া অবস্থায় তারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে গাছটি কেটে দুজনকে উদ্ধার করেন। ততক্ষণে মারা যান জয়নাল আবেদীন। কোমর এবং পায়ে মারাত্মক আঘাত পান তাঁর স্ত্রী নিপা আক্তার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, ‘ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়ে নিহত জয়নালের বাড়িতে আমরা গিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। জেলা প্রশাসনের ত্রাণ শাখার পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে ঘরে গাছ ভেঙে পড়ে জয়নাল আবেদীন (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। এতে আহত হয়েছে তাঁর স্ত্রী নিপা আক্তার (২০)। গতকাল সোমবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সমবেদনা জানাতে নিহতের বাড়িতে যান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম ও পৌর মেয়র মো. গোলাম হাক্কানী।
নিহতের এক স্বজন জানান, রাতে খাওয়া দাওয়া শেষে ছোট দোচালা টিনের ঘরে ঘুমিয়ে পড়ে জয়নাল ও তাঁর স্ত্রী নিপা আক্তার। রাতে হালকা বৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার গতি বেড়ে যায়। রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী চাপা পড়েন। চাপা পড়া অবস্থায় তারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে গাছটি কেটে দুজনকে উদ্ধার করেন। ততক্ষণে মারা যান জয়নাল আবেদীন। কোমর এবং পায়ে মারাত্মক আঘাত পান তাঁর স্ত্রী নিপা আক্তার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, ‘ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়ে নিহত জয়নালের বাড়িতে আমরা গিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। জেলা প্রশাসনের ত্রাণ শাখার পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হবে।’
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে ছয় বছরের শিশু তায়েবাকে তার আপন চাচি আয়শা বেগম হত্যা করে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে রাখেন বলে জানিয়েছে পুলিশ।
৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ পারভেজ মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরহাওলা গ্রামের...
১৭ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রদীপ চাকমা বলেন...
১৯ মিনিট আগে